পুরুলিয়া শহরের প্রাণকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড! গ্যাস সিলিন্ডার থেকেই আগুন ফাস্টফুডের দোকানে, অল্পের জন্য বাঁচল বড় বিপদ!

পুরুলিয়া শহরের জনবহুল এলাকা ট্যাক্সি স্ট্যান্ড মোড়ের অদূরে একটি ফাস্টফুডের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা যায়, গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগার ফলেই এই দুর্ঘটনা। যদিও দমকলের তৎপরতা ও স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে, ফলে বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

আগুন লাগার কারণ ও দমকলের ভূমিকা

পুরুলিয়া দমকল বিভাগের সাব অফিসার এস গোস্বামী এই বিষয়ে জানান, ট্যাক্সি স্ট্যান্ডের ওই ফাস্টফুডের দোকানে ব্যবসায়ী ১৪ কেজির একটি গ্যাস সিলিন্ডার রিফিলিং করছিলেন।

“ওই গ্যাস সিলিন্ডারের রেগুলেটরের মুখে হঠাৎ আগুন লেগে যায়। এরপর ওই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পাওয়া মাত্র দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন।”

আগুন অতিরিক্ত বেড়ে যাওয়ায়, দমকলের দু’টি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

বড়সড় দুর্ঘটনা এড়ানো গেল

দমকল বিভাগের আধিকারিক জানিয়েছেন, ওই দোকান সংলগ্ন এলাকাতেই ছিল একটি পেট্রোল পাম্প।

যদি সঠিক সময়ে আগুন নিয়ন্ত্রণে না আসত, তাহলে বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল।

পুরুলিয়া শহর ঘন জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় এবং চকবাজার, হাটের মোড়, মধ্যবাজারের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে ছোট-বড় অসংখ্য দোকান থাকায়, এই ধরনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে দ্রুত আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দমকলের তৎপরতা এবং স্থানীয়দের দ্রুত সহযোগিতার ফলে পরিস্থিতি বর্তমানে পুরোটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং এলাকায় আবার স্বস্তি ফিরেছে।