‘আমার সঙ্গী অর্ধেক ভারতীয়’- জ়িরোধার পডকাস্টে ভারতের সঙ্গে নিজের পারিবারিক যোগসূত্র ফাঁস করলেন ইলন মাস্ক

বিশ্বের অন্যতম ধনী এবং টেক জায়ান্ট টেসলা (Tesla) ও স্পেসএক্স (SpaceX)-এর সিইও ইলন মাস্ক (Elon Musk) এবার ভারতের সঙ্গে তাঁর ব্যক্তিগত যোগসূত্র নিয়ে মুখ খুললেন। জ়িরোধার প্রতিষ্ঠাতা নিখিল কামাথের পডকাস্টে এসে মাস্ক জানালেন, তাঁর সঙ্গী শিভন জ়িলিস (Shivon Zilis) অর্ধেক ভারতীয় এবং তাঁদের এক সন্তানের নামের সঙ্গে জড়িয়ে আছে এক নোবেলজয়ী ভারতীয়-আমেরিকান পদার্থবিজ্ঞানীর নাম।
শিভন জিলিস এবং ভারতীয় যোগ
দক্ষিণ আফ্রিকা ও কানাডার নাগরিকত্ব নিয়ে পরে আমেরিকার নাগরিক হওয়া ইলন মাস্ক পডকাস্টে বলেন:
“আমি জানি না আপনি জানেন কি না, আমার সঙ্গী শিভন অর্ধেক ভারতীয়। ওর সঙ্গে আমার এক ছেলের মধ্য নাম শেখর, যা চন্দ্রশেখরের নাম থেকে রাখা হয়েছে।”
নামের অনুপ্রেরণা: মাস্ক জানান, তাঁদের এক ছেলের মিডল নেম ‘শেখর’ রাখা হয়েছে নোবেলজয়ী ভারতীয়-আমেরিকান পদার্থবিজ্ঞানী সুব্রমণ্যন চন্দ্রশেখর-এর নাম থেকে অনুপ্রাণিত হয়ে।
শিভনের শৈশব: ইলন মাস্ক জানান, তাঁর বান্ধবী শিভন কানাডায় বড় হয়েছেন এবং শৈশবেই তাঁকে দত্তক নেওয়ার জন্য দিয়ে দেওয়া হয়। তাঁর বাবা বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ স্টুডেন্ট ছিলেন বলে মাস্ক মনে করেন।
কে এই শিভন জিলিস?
শিভন জ়িলিস ইয়েল ইউনিভার্সিটি থেকে অর্থনীতি (Economics) ও দর্শনে (Philosophy) স্নাতক হন। এরপর আইবিএম (IBM) এবং ব্লুমবার্গে (Bloomberg) কাজ করার পর তিনি ২০১৬ সালে ওপেনএআই (OpenAI)-তে যোগ দেন এবং সবথেকে কম বয়সী বোর্ড অব ডিরেক্টর হন। পরের বছর, ২০১৭ সালে, তিনি ইলন মাস্কের এআই সংস্থা, নিউরালিঙ্ক (Neuralink)-এ যোগ দেন। বর্তমানে তিনি নিউরালিঙ্কের ডিরেক্টর অব অপারেশন অ্যান্ড স্পেশাল প্রজেক্ট পদে রয়েছেন। ওপেনএআই-তে কাজ করার সময়ই মাস্কের সঙ্গে তাঁর আলাপ হয়েছিল।
বিবাহ বন্ধনে আবদ্ধ না হলেও, ইলন মাস্কের সঙ্গে শিভন জ়িলিসের চারটি সন্তান রয়েছে—জমজ ছেলে স্ট্রাইডার ও আজ়িউর, মেয়ে আর্কাডিয়া ও ছেলে শেলডন লাইকরগাস।
এইচ-১বি ভিসায় ভারতীয়দের প্রশংসা
নিখিল কামাথের সঙ্গে এই পডকাস্টে ইলন মাস্ক এইচ-১বি (H-1B) ভিসা নিয়েও কথা বলেন। তিনি স্বীকার করেন যে এইচ-১বি ভিসার মাধ্যমে আমেরিকায় আসা ভারতীয়দের মেধা এবং প্রতিভার কারণে আমেরিকা দারুণভাবে উপকৃত হচ্ছে।