‘ফালতু মুখ্যমন্ত্রী, কোনো ওয়েট নেই!’ বনগাঁয় মমতাকে বেলাগাম আক্রমণের পাল্টা জবাব শান্তনু ঠাকুরের

বনগাঁয় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বিরুদ্ধে বেলাগাম আক্রমণ শানিয়েছিলেন। এবার তারই পাল্টা জবাব দিলেন বনগাঁর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। মুখ্যমন্ত্রীর মন্তব্যকে গুরুত্ব না দিয়ে ব্যক্তিগত আক্রমণ করেছেন শান্তনু।

বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন, “ফালতু মুখ্যমন্ত্রী, কোনো ওয়েট নেই (মূল্য নেই)। শুধু বাজার গরম করতে এসেছিলেন।”

শান্তনু ঠাকুরের এই মন্তব্যের ফলে রাজ্যে শাসক এবং বিরোধী দলের মধ্যে রাজনৈতিক তরজা নতুন মাত্রা পেল। বিজেপি সাংসদের পক্ষ থেকে এমন ব্যক্তিগত আক্রমণ রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।