‘আর টিভি সিরিয়াল নয়’! ‘চিরদিনই তুমি যে আমার’ ছাড়ার ঘোষণা জীতু কমলের, কেন এমন সিদ্ধান্ত নিলেন অভিনেতা?

শনিবার সকালে অভিনেতা জীতু কমলের (Jeetu Kamal) অনুরাগীদের জন্য এল এক দুঃখের খবর। সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে তিনি বড় ঘোষণা করেছেন—’চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক শেষ হওয়ার পর তিনি আর কোনও টিভি সিরিয়ালে অভিনয় করবেন না। জীতুর এই আকস্মিক ঘোষণায় হতবাক টেলিভিশনের দর্শকরা।

লাইভে কী বললেন অভিনেতা?

অভিনেতা তাঁর ভক্তদের কাছে ভগবানের মতো, তাই তাঁদের না জানিয়ে তিনি কিছু করতে চান না বলে জানান। জীতু বলেন, “আমি আশা করব, প্রত্যেক দিন নানা চ্যালেঞ্জের মুখে পড়ি… আমার ইউনিট টিম, প্রযোজনা সংস্থা এবং সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষ তারা একটা চ্যালেঞ্জ নিয়েছে। আপনারা সকলেই জানেন। সেটা বিস্তারিত বললাম না। আশা রাখব আপনারা আমাদের সঙ্গে থাকবেন।”

তিনি আরও স্পষ্ট করে বলেন, “আশা রাখছি, যেভাবে আমাকে ভালোবেসেছেন, আশীর্বাদ করেছেন, কিছুদিনের জন্য সেটা আরও একটু বাড়িয়ে দেবেন। সত্যিই আমরা চ্যালেঞ্জের মুখে পড়েছি। যারা টেকনিশিয়ানরা আছেন, কাজ বন্ধ হয়ে গেলে তাঁরা সমস্যায় পড়বেন। তাঁদের দিকে তাকিয়ে আমাদের সিরিয়ালের নাম, সেই নামকে যথাযথ করবে ‘চিরদিনই তুমি যে আমার’। আমি চাই আমার টেলিভিশনের সমস্ত দর্শক সঙ্গে থাকবে আশা করি। দিস ইজ মাই লাস্ট মেগা। আশীর্বাদ করুন। পরবর্তী কালে যে কাজই করি যেন মন দিয়ে করতে পারি।”

অভিনেতার কথায়, ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকটি শেষ হওয়ার পরই তিনি ছোটপর্দা থেকে বিরতি নেবেন। তবে কোন ‘চ্যালেঞ্জ’-এর কথা তিনি উল্লেখ করেছেন, তা স্পষ্ট নয়।

প্রসঙ্গত, এই ধারাবাহিকেই সম্প্রতি অপর্ণা চরিত্রে শারীরিক অসুস্থতার কারণে দিতিপ্রিয়া রায় সরে যাওয়ার পর নতুন মুখ শিরিন পাল এসেছেন। ঠিক তার পরদিনই জীতুর এমন ঘোষণা নতুন জল্পনার জন্ম দিয়েছে।