ভোটের আগেই বাংলায় বিরাট বাদ! ২৭ লক্ষের বেশি নাম কাটা গেল ভোটার তালিকা থেকে! আপনার নাম কি সুরক্ষিত?

আসন্ন নির্বাচনের আগে রাজ্যে ভোটার তালিকা সংশোধনের (SIR) প্রক্রিয়াতে বড়সড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর সূত্রে খবর, নিবিড় সংশোধনের জেরে বেলা ১২টা পর্যন্ত মোট ২৭ লক্ষ ৭১ হাজার ভোটারের নাম বাদ পড়েছে তালিকা থেকে। কমিশনের তথ্য অনুযায়ী, দেশের মধ্যে পশ্চিমবঙ্গেই এখনও পর্যন্ত সর্বাধিক সংখ্যক এনুমারেশন ফর্ম ডিজিটাইজড হয়েছে, যা প্রায় ৮৭.৯১ শতাংশ। পশ্চিমবঙ্গের পাশাপাশি আরও ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই প্রক্রিয়া চলছে।

কারা বাদ পড়লেন ভোটার তালিকা থেকে?

নির্বাচন কমিশনের আধিকারিকদের দেওয়া তথ্য অনুযায়ী, এই বিপুল সংখ্যক বাদ পড়া নামের মধ্যে রয়েছে বেশ কয়েকটি ক্যাটাগরি।

মৃত ভোটারের সংখ্যা: প্রায় ১৫ লক্ষ।

স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটার: ৮ লক্ষ ৮৮ হাজার।

নিখোঁজ ভোটার (ABS): ২ লক্ষ ৬১ হাজার।

ডুপ্লিকেট বা একাধিক স্থানে নাম থাকা ভোটার: ৫৮ হাজার ১৬৮ জন।

এই কঠোর পদক্ষেপের ফলে ভোটার তালিকায় স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছে কমিশন। রাজ্যে প্রায় ৬ কোটি ৭৩ লক্ষ ৬৮ হাজার ভোটারের তথ্য ডিজিটাইজ করা হয়েছে।

খসড়া তালিকা ও স্বচ্ছতার উদ্যোগ

কমিশন আগেই জানিয়েছে, আগামী ৬ ডিসেম্বর রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। সেই সঙ্গেই মৃত, নিখোঁজ ও স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটারদের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। নতুন ভোটারদের নাম নথিভুক্ত করার জন্য অনলাইন ব্যবস্থা করেছে কমিশন এবং ৬ নম্বর ফর্মে আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে।

অন্যদিকে, এসআইআর প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ ও ত্রুটিমুক্ত রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে কমিশন। ১৯৯০ ব্যাচের রাজ্য ক্যাডারের আইএএস অফিসার সুব্রত গুপ্তকে ‘স্পেশাল রোল অবজার্ভার’ হিসেবে নিয়োগ করা হয়েছে। এছাড়া, প্রতিটি জেলায় আলাদাভাবে নির্বাচনী রোল অবজার্ভার নিয়োগ করা হয়েছে, যাঁদের কাজ হল ডিইও বা জেলা শাসক এবং ইআরওদের কাজের পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন নিশ্চিত করা।