কানাডায় কপিল শর্মার ক্যাফেতে হামলার ‘চিনা কানেকশন’? কেন টার্গেট জনপ্রিয় কৌতুক অভিনেতার ‘Caps Cafe’?

কানাডায় অভিনেতা-কৌতুকশিল্পী কপিল শর্মার জনপ্রিয় ‘কাপস ক্যাফে’ (Caps Cafe) ফের শিরোনামে—এবার সরাসরি গুলি চালানোর অভিযোগে দিল্লি থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করলো পুলিশ। গত ৪ মাসের মধ্যে এটি তৃতীয়বার যেখানে ক্যাফেটিকে লক্ষ্য করে হামলা চালানো হলো।
সর্বশেষ গত ১৬ অক্টোবর ক্যাফেটিতে গুলি চলেছিল, যার দায় স্বীকার করেছিল কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং। সেই ঘটনার তদন্তে নেমেই দিল্লি পুলিশ বন্ধু মন সিংহ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ তার কাছ থেকে একটি চিনা পিস্তলও উদ্ধার করেছে।
পুলিশ সূত্রে খবর, ধৃত বন্ধু মন সিংহ কানাডায় সক্রিয় গোল্ডি ঢিঁলোর দলের সঙ্গে যুক্ত একটি শাখার মাধ্যমে এই হামলার ছক কষেছিল। কিন্তু কেন বারংবার কপিল শর্মার ক্যাফেতে হামলা চালানো হচ্ছে, তার উদ্দেশ্য কী ছিল, তা জানতে ধৃতকে ম্যারাথন জেরা করছে পুলিশ।
তৃতীয়বার হামলার পর সোশ্যাল মিডিয়ায় একটি সিসিটিভি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে একজন সশস্ত্র ব্যক্তিকে ক্যাফে লক্ষ করে গুলি চালাতে দেখা যায়। পুলিশ জানিয়েছিল, অন্তত হাফ ডজন রাউন্ড গুলি চালানো হয়েছিল। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি।
লরেন্স বিষ্ণোই গ্যাং সোশ্যাল মিডিয়ায় এই হামলার দায় স্বীকার করে দাবি করেছিল, তাদের উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ক্যাফে থেকে দূরে রাখা। একইসঙ্গে তারা বেআইনি ও অনৈতিক কাজের সঙ্গে যুক্তদেরও সতর্ক করে দিয়েছিল এই বলে যে, “বুলেট যে কোনো দিক থেকে আসতে পারে।” এর আগে, ৮ আগস্টও ক্যাফেটিতে হামলা হয় এবং তখন কমপক্ষে ২৫ রাউন্ড গুলি চালানো হয়েছিল। বারবার হামলার পিছনে আসল উদ্দেশ্য এবং এই হাই-প্রোফাইল ক্যাফের নিরাপত্তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।