সবজি বিক্রেতা থেকে ৩.৫ কেজি সোনার মালিক! কে এই ‘গোল্ডম্যান’ খটিক? কেন তাঁকে টার্গেট করল সিধু মুসেওয়ালার হত্যাকাণ্ডে অভিযুক্ত গ্যাং?

রাজস্থানের চিতোরগড়ে (Rajasthan News) ফের গ্যাংস্টারদের দৌরাত্ম্য মাথাচাড়া দিয়েছে। সোনাদানায় মোড়া থাকার কারণে যিনি ‘চিতোরগড়ের বাপ্পি লাহিড়ী’ (Bappi Lahiri) নামে পরিচিত, সেই ফল ব্যবসায়ী কানহাইয়ালাল খটিক (Kanhailal Khatik) দাবি করেছেন, তাঁকে পাঁচ কোটি টাকা তোলার হুমকি দিয়েছে কুখ্যাত রোহিত গোদারা গ্যাং (Rohit Godara)।

হুমকি দেওয়ার পদ্ধতি:

পুলিশ সূত্রে খবর, দু’দিন আগে একটি অজানা নম্বর থেকে প্রথমে খটিকের ফোনে মিসড কল আসে। এরপর একই নম্বর থেকে হোয়াটসঅ্যাপ কল এলেও খটিক তা ধরেননি। এর পরই তাঁর মোবাইলে পাঠানো হয় একটি ভয়েস রেকর্ডিং।

রেকর্ডিংয়ের বার্তা: ভয়েস রেকর্ডিংয়ে স্পষ্টভাবে জানানো হয়, যদি তিনি ৫ কোটি টাকা না দেন, তবে তিনি আর “সোনাদানা পরার মতো অবস্থায়ও থাকবেন না”।

সাবধানতা: খটিককে হুমকি দিয়ে বলা হয়, বিষয়টি যেন বাইরে না যায় এবং চুপচাপ টাকা মিটিয়ে দিতে হবে।

অভিযোগ: পরে আবারও ফোন আসে একই দাবি নিয়ে। এরপরই তিনি সিটি কোতওয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

কে এই ‘গোল্ডম্যান’ কানহাইয়ালাল খটিক?

পঞ্চাশোর্ধ্ব কানহাইয়ালাল খটিকের উত্থানের গল্পটি বেশ চমকপ্রদ।

অতীতে: তিনি একসময় ঠেলাগাড়িতে সবজি বিক্রি করতেন।

বর্তমানে: পরে ফলের ব্যবসায় হাত পাকিয়ে ভাগ্য বদলান এবং আপেল বেচাকেনা থেকেই বিপুল অর্থভাণ্ডার গড়ে তোলেন।

সোনার প্রতি টান: অর্থের সঙ্গে তাঁর সোনার গয়নার প্রতি টান বাড়ে। বর্তমানে তিনি প্রায় ৩.৫ কেজি সোনার গয়না পরে ঘোরেন। এই কারণেই চিতোরগড়ে তাঁকে ভালোবেসে ‘গোল্ডম্যান’ বা ‘বাপ্পি লাহিড়ী’ নামে ডাকা হয়।

আতঙ্কের নাম রোহিত গোদারা:

অবস্থান: বিকানেরের লুনাকরন এলাকার বাসিন্দা রোহিত গোদারা বর্তমানে কানাডায় লুকিয়ে রয়েছে বলে ধারণা করা হয়। দেশের বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে ৩২টিরও বেশি মামলা রয়েছে।

অপরাধ: গোদারা রাজস্থানে ব্যবসায়ীদের টার্গেট করে তোলাবাজির নেটওয়ার্ক চালাতেন।

কুখ্যাত সংযোগ: পঞ্জাবি র‍্যাপার সিধু মুসেওয়ালার হত্যাকাণ্ডেও তাঁর নাম জড়িয়েছিল। ২০২২ সালের ১৩ জুন ভুয়ো পাসপোর্টে ‘পবন কুমার’ পরিচয়ে দিল্লি থেকে দুবাই পালান তিনি।

আইনি ব্যবস্থা: এই কুখ্যাত গ্যাংস্টারের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিসও জারি হয়েছে। সিকার জেলার কুখ্যাত গ্যাংস্টার রাজু থেহাট খুনের মামলারও প্রধান অভিযুক্ত এই গোদারা।