নির্বাচন কমিশনের বড় সিদ্ধান্ত! নতুন ভোটারদের নাম লেখাতে Aadhaar কার্ড বাধ্যতামূলক, চিরতরে বন্ধ অফলাইন প্রক্রিয়া

নির্বাচন কমিশন (Election Commission) এবার ‘SIR’ (Special Investigation Report) বা ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় বড়সড় পরিবর্তন এনেছে। এই নতুন নিয়মটি শুধুমাত্র নতুন ভোটারদের নাম তোলার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এতদিন পর্যন্ত অনলাইন এবং অফলাইন—উভয় পদ্ধতিতেই নতুন ভোটাররা নাম তুলতে পারতেন। কিন্তু এখন থেকে শুধুমাত্র অনলাইনেই নতুন ভোটাররা তাঁদের নাম তালিকায় নথিভুক্ত করতে পারবেন।
আধার কার্ড বাধ্যতামূলক কেন?
নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে যে এখন থেকে অনলাইনে নতুন ভোটারদের নাম তোলার জন্য আধার কার্ড বাধ্যতামূলক। কমিশনের বক্তব্য, যেহেতু অনলাইন প্রক্রিয়ায় ই-সাইন (e-sign)-এর প্রয়োজন, তাই আধার কার্ডের মাধ্যমে ওটিপি (OTP) ব্যবহার করেই এই স্বাক্ষর প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এটি প্রক্রিয়াটিকে আরও সুরক্ষিত করবে।
নতুন ভোটারদের জন্য কমিশন জানিয়েছে, আগামী ৯ ডিসেম্বর ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হবে। তার ঠিক পরেই নতুন ভোটাররা তাঁদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবেন। এর জন্য তাঁদের ফর্ম-৬ (Form-6) পূরণ করতে হবে।
মৃত ভোটারদের তথ্য নিয়ে তৎপরতা
ভোটার তালিকায় স্বচ্ছতা আনতে নির্বাচন কমিশন এবার মৃত ভোটারদের আধার কার্ডের তথ্য চেয়ে পাঠিয়েছে UIDAI বা আধার কার্ড সংস্থার কাছে। কমিশনের পক্ষ থেকে সেই তথ্যকে জেলাভিত্তিক হিসেবে প্রস্তুত করা হচ্ছে। এই তালিকা দ্রুত রাজ্যের ২৪টি জেলার আধিকারিকদের কাছে পাঠানো হবে।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যদি কেউ মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম পূরণ করেন বা জমা দেন, তবে তাঁকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি স্পষ্ট জানিয়েছেন।