মৃত ভোটারের ফর্ম জমা দিলে কড়া ব্যবস্থা, গ্রেফতারির হুঁশিয়ারি! জেলাভিত্তিক আধার তথ্য চাইল নির্বাচন কমিশন

নির্বাচন কমিশনের তরফে ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়া (SIR)-তে একটি বড় পরিবর্তন আনা হলো। এই নিয়ম শুধুমাত্র নতুন ভোটারদের নাম তোলার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এতদিন পর্যন্ত নতুন ভোটারেরা অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রেই নাম তোলার আবেদন জানাতে পারতেন। তবে এখন থেকে কমিশন জানিয়েছে, নতুন ভোটারদের নাম শুধুমাত্র অনলাইনেই তোলা যাবে।
আধার কার্ড বাধ্যতামূলক কেন?
কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, অনলাইনে নাম তোলার জন্য আধার কার্ড থাকা বাধ্যতামূলক। এর প্রধান কারণ হিসেবে বলা হয়েছে, যেহেতু আবেদন প্রক্রিয়ায় ‘ই-সাইন’ (e-sign)-এর প্রয়োজন, তাই আধার কার্ডের মাধ্যমে ওটিপি (OTP) ব্যবহার করে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
নতুন ভোটারদের জন্য সময়সীমা:
নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ৯ ডিসেম্বর ভোটার তালিকার খসড়া তালিকা প্রকাশ করা হবে। এরপরই নতুন ভোটারেরা তালিকায় নাম তোলার জন্য আবেদন জানাতে পারবেন। এর জন্য তাঁদের ফর্ম-৬ পূরণ করতে হবে।
মৃত ভোটারের নাম নিয়ে কড়া কমিশন:
নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে মৃতদের নাম বাদ দিতেও কড়া পদক্ষেপ নিচ্ছে। কমিশন ইতিমধ্যেই ইউআইডিএআই (UIDAI) বা আধার কার্ড সংস্থার কাছে জানতে চেয়েছে, পশ্চিমবঙ্গে কতজন মৃত ভোটারের আধার কার্ড রয়েছে। কমিশন সেই তথ্যকে জেলাভিত্তিক হিসাবে তৈরি করছে, যা রাজ্যের ২৪টি জেলার নির্বাচনী আধিকারিকদের কাছে পাঠানো হবে।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ কুমার আগরওয়াল কঠোর হুঁশিয়ারি দিয়েছেন: যদি কেউ মৃত ভোটারের এনুমারেশন ফর্ম পূরণ করে বা জমা দেন, তবে তাঁকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। সংশ্লিষ্ট সেই ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।