আর মাত্র ৭ দিন বাকি! ভোটার তালিকা সংশোধনে চরম স্লথগতিতে কলকাতা, কেন পিছিয়ে উত্তর শহর? কমিশনের কপালে ভাঁজ

আর মাত্র সাত দিন বাকি। তারপরেই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, অর্থাৎ গণনা ফর্ম পূরণ এবং জমা দেওয়ার কাজ শেষ হবে। এই অনলাইন পোর্টালে জমা পড়া ফর্মের ভিত্তিতেই আগামী ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। অথচ এই গুরুত্বপূর্ণ ফর্ম জমা করা বা ডিজিটাইজেশনের কাজে গোটা রাজ্যের মধ্যে এখনও পর্যন্ত চরমভাবে পিছিয়ে রয়েছে কলকাতা শহর। আর তাতেই নতুন করে চিন্তার ভাঁজ পড়েছে নির্বাচন কমিশনের কপালে।
উত্তর কলকাতার স্লথগতিতে উদ্বেগ:
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEOR) দফতর সূত্রে জানা যাচ্ছে, ফর্ম ডিজিটালাইজেশনের কাজে কলকাতা উত্তর অনেকটাই পিছনের সারিতে রয়েছে। গণনা ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রেও বুথ লেভেল অফিসারদের (BLO) মধ্যে যথেষ্ট অনিহা দেখা গিয়েছে।
নির্বাচন কমিশনের তথ্য বলছে, গোটা রাজ্যে প্রায় ৮৩ শতাংশ ফর্মের ডিজিটাইজেশনের কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। রাজ্যের সিংহভাগ BLO-এর কাজ শেষ হয়ে গেলেও, ফর্ম আপলোড এবং ডিজিটাইজেশনের কাজে সব জেলার মধ্যে উত্তর কলকাতা অত্যন্ত স্লথগতিতে চলছে। যার ফলে সেখানে এখনও পর্যন্ত মাত্র ৫০ শতাংশ গণনা ফর্ম আপলোড এবং ডিজিটাইজেশনের কাজ শেষ করা সম্ভব হয়েছে।
কমিশনের কড়া নির্দেশ:
গোটা রাজ্যে প্রায় ৭০ শতাংশ BLO-দের কাজ শেষ হয়েছে। কিন্তু উত্তর এবং দক্ষিণ কলকাতা, পাশাপাশি উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় কাজের অগ্রগতি সন্তোষজনক নয়। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল দ্রুত কাজ শেষ করার জন্য নতুন করে নির্দেশ দিতে বাধ্য হয়েছেন।
যেসব জেলায় BLO-রা নিজেদের কাজ শেষ করেছেন, সেখানে ডিইও-দের (DEO) নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট BLO-দের সাহায্য নিয়ে দ্রুত তাঁদের সঙ্গে আপলোড এবং ডিজিটাইজেশনের কাজ শেষ করার জন্য। কমিশনের এক আধিকারিক আশা প্রকাশ করেছেন, চলতি মাসের শেষের মধ্যেই ফর্ম আপলোড এবং ডিজিটাইজেশনের কাজ শেষ হয়ে যাবে।
অ্যাপে ফের প্রযুক্তিগত সমস্যা:
তবে এর মধ্যে বুধবার থেকেই আবারও BLO অ্যাপে ফর্ম আপলোডের ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। কখনও অ্যাপ খুলছে না, আবার কখনও দেখাচ্ছে ‘something went wrong’। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের নজরে বিষয়টি আনা হয়েছে এবং রাজ্যের সিইও দফতর থেকে নয়াদিল্লিতে নির্বাচন কমিশনকেও এই সমস্যার কথা জানানো হয়েছে।
যদিও সিইও দফতর আশাবাদী যে দ্রুত এই সমস্যার সমাধান হবে। এক আধিকারিক জানিয়েছেন, যেহেতু অ্যাপটিতে অনবরত নতুন নতুন ফিচার যুক্ত করা হচ্ছে এবং এটি নিয়মিত আপডেট করা হচ্ছে, তাই এই ধরনের প্রযুক্তিগত সমস্যা হওয়াটা খুব অস্বাভাবিক নয়।