“ভোটের দিন তৃণমূলের গুন্ডারা মেরেছে!” সুকান্ত মজুমদারকে পেয়ে ডায়মন্ড হারবারে ক্ষোভে ফুঁসলেন আক্রান্ত বিজেপি কর্মীরা

বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলের দিন ডায়মন্ড হারবারের সরিষায় তৃণমূলের হাতে আক্রান্ত হয়েছিলেন যে সমস্ত বিজেপি কার্যকর্তারা, তাঁদের সঙ্গে দেখা করতে গেলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার আহত কর্মীদের দেখতে যান তিনি। সুকান্ত মজুমদারকে কাছে পেয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এবং স্থানীয় পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দিলেন আক্রান্ত বিজেপি কর্মীরা।

ঘটনাটি ঘটেছিল বিহার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন। অভিযোগ, সেদিন ডায়মন্ড হারবারের সরিষায় তৃণমূলের কর্মী-সমর্থকরা বিজেপি কার্যকর্তাদের ওপর হামলা চালায়।

আহত কর্মীদের অভিযোগ মন দিয়ে শোনেন সুকান্ত মজুমদার। তিনি কর্মীদের অভিযোগের ভিত্তিতে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়িয়েছেন। আক্রান্তদের অভিযোগ, হামলার পিছনে তৃণমূলের মদত ছিল এবং পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। বিজেপি কর্মীদের এই ক্ষোভ প্রকাশ্যে আসার পর থেকেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে।

সুকান্ত মজুমদারের এই সফর একদিকে যেমন আহত কর্মীদের মনোবল বাড়াতে সাহায্য করেছে, তেমনই তৃণমূল ও প্রশাসনের বিরুদ্ধে নতুন করে সরব হওয়ার সুযোগ করে দিয়েছে বিজেপিকে।