চলে গেলেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র! শোকাহত চলচ্চিত্র জগত, তাঁর সমৃদ্ধ উত্তরাধিকার নিয়ে কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?

বলিউডের ‘হি-ম্যান’ এবং কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র আর নেই। মাত্র ৮৯ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি, নব্বই ছোঁয়া আর হলো না তাঁর। আচমকা এই মর্মান্তিক খবরে গোটা চলচ্চিত্র জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রয়াত অভিনেতার পরিবার থেকে শুরু করে সতীর্থরা সকলেই শোকে বিহ্বল।

খবরটি প্রকাশ্যে আসতেই শেষকৃত্যের জন্য মুম্বইয়ের পবন হংস শ্মশানে তারকাদের ভিড় জমতে শুরু করেছে। প্রিয় তারকাকে শেষবারের মতো বিদায় জানাতে ইন্ডাস্ট্রির তারকারা একত্রিত হয়েছেন। প্রথমে অমিতাভ বচ্চন এবং আমির খান শ্মশানে পৌঁছন। এরপর একে একে সেখানে হাজির হন সলমন খান এবং সঞ্জয় দত্ত। অনেকেই সোশ্যাল মিডিয়ায় শোকবার্তায় শ্রদ্ধা জানাচ্ছেন কিংবদন্তি অভিনেতাকে।

মুখ্যমন্ত্রী মমতার গভীর শোকবার্তা
ধর্মেন্দ্রর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শোকবার্তায় লেখেন, “মুম্বইয়ে আজ কিংবদন্তি অভিনেতা ও নায়ক ধর্মেন্দ্রজির প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। ভারতীয় সিনেমায় তাঁর অসামান্য অবদান প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে। তাঁর পরিবার, চলচ্চিত্রজগত, ভক্ত ও অনুরাগীদের প্রতি জানাই আন্তরিক সমবেদনা। হেমা মালিনীজি, তাঁর ছেলে-মেয়েরা এখন ধর্মেন্দ্রজির সমৃদ্ধ উত্তরাধিকার বহন করবেন। ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দান করুন।”

ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীও প্রয়াত অভিনেতার প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। সিলভার স্ক্রিনে দশকের পর দশক উজ্জ্বল থাকা এই অভিনেতার প্রয়াণে এক যুগের অবসান হলো বলে মনে করছে বলিউড মহল।