দিনের বেলায় অপহরণের চেষ্টা! বাবার সামনে থেকে ৬ বছরের বালিকাকে ছিনিয়ে নিতে চাইল দুষ্কৃতীরা, রণক্ষেত্র মথুরার রাস্তা

উত্তরপ্রদেশের মথুরায় ছয় বছরের এক বালিকাকে অপহরণের চেষ্টার ঘটনা সামনে আসতেই রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। মথুরার গোবর্ধন রোডের মহারাজা পার্ক কলোনিতে মঙ্গলবার, ১৮ নভেম্বর দুপুরে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে, যা বাবার সাহসিকতায় শেষ পর্যন্ত ব্যর্থ হয়।
স্কুল থেকে মেয়েকে নিয়ে ফিরছিলেন চন্দ্রপ্রকাশ আগরওয়াল ওরফে অমন। সেই সময় বাইকে করে আসা মুখ ঢাকা দুই দুষ্কৃতী ফিল্মি কায়দায় শিশুটিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
সিসিটিভি ফুটেজে ধরা পড়ল দৃশ্য
পাশের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বাবা ও মেয়ের স্কুটার থামিয়ে দুই দুষ্কৃতী মেয়েটিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। দ্রুত নিজেকে সামলে নিয়ে অমন সাহসিকতার সঙ্গে দুষ্কৃতীদের প্রতিরোধ করেন। শিশুটির বাবা বিপজ্জনকভাবে স্কুটারটি এগিয়ে নিয়ে যেতে থাকলে দুষ্কৃতীরা ছিটকে পড়ে। এই সময় দুষ্কৃতীরা স্কুটারটি উল্টে দেওয়ার চেষ্টাও করে, সেই দৃশ্যও ভিডিওতে ধরা পড়েছে।
উদ্বিগ্ন অভিভাবক ও নেট-নাগরিকরা
ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই এলাকাবাসীর মধ্যে ব্যাপক উদ্বেগ ছড়িয়েছে। দিনের বেলায় বাবার সঙ্গে থাকার সময়ও দুষ্কৃতীদের এমন কাজ করার সাহস পাওয়ায় অভিভাবকরা হতবাক।
-
নিরাপত্তা নিয়ে প্রশ্ন: সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা প্রশ্ন তুলেছেন, রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা এতটাই ভেঙে পড়েছে যে বাবা-মায়ের সাথেও শিশুরা নিরাপদে ভ্রমণ করতে পারছে না।
-
প্রশংসা ও উদ্বেগ: অনেকে শিশুটির বাবার সাহস ও উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন। একই সঙ্গে, দিনের বেলায় এমন ঘটনা ঘটায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর সমালোচনা করেছেন অনেকে।
অভিভাবকরা এখন সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন। তাঁদের প্রশ্ন, ‘নিজের বাবা সাথে থাকার পরেও দুষ্কৃতীরা এমন কাজ করার সাহস দেখিয়েছে। কীভাবে এখন তাদের সন্তানদের সুরক্ষিত রাখা যাবে?’