দিল্লি বিস্ফোরণ-যোগ? আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের ২৫ ঠিকানায় ED-এর ম্যারাথন তল্লাশি, শুরু আর্থিক তদন্ত!

দিল্লি বিস্ফোরণকাণ্ডের সঙ্গে নাম জড়িয়ে যাওয়ার পর এবার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের আর্থিক লেনদেনের বিষয়ে তদন্ত শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার দিল্লি এবং ফরিদাবাদের মোট ২৫টি জায়গায় বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত সন্দেহে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত আইনে (পিএমএলএ/PMLA) রুজু হওয়া মামলার ভিত্তিতেই ইডি এই অভিযান শুরু করেছে। এদিন ভোর ৫টা থেকে অভিযান শুরু করেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। দক্ষিণ-পূর্ব দিল্লির ওখলায় বিশ্ববিদ্যালয়ের অফিসেও তল্লাশি চালানো হয় এবং বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিদের জিজ্ঞাসাবাদ করা হয়। চলতি সপ্তাহের শুরুতেই হরিয়ানার ফরিদাবাদে অবস্থিত আল-ফালাহ বিশ্ববিদ্যালয় এবং এর ট্রাস্টিদের বিরুদ্ধে সন্দেহজনক আর্থিক বেনিয়মের তদন্তের জন্য ইডি মামলা দায়ের করেছিল।

বিস্ফোরণের সঙ্গে আর্থিক যোগ খতিয়ে দেখছে ইডি

১০ নভেম্বর লালকেল্লার সামনে একটি সাদা রঙের হুন্ডাই i20 গাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফোরণে কাশ্মীরি চিকিৎসক উমর নবি-সহ অন্তত ১৫ জনের মৃত্যু হয় এবং অনেকে আহত হন। বিস্ফোরণের ঘটনার আগে আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন চিকিৎসককে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয়।

সূত্রের খবর, দিল্লির এই ভয়াবহ বিস্ফোরণে আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে কোনো বেআইনি আর্থিক লেনদেন হয়েছে কি না, তা খতিয়ে দেখার জন্যই ইডি-এর এই অভিযান। উমর নবির দুই সঙ্গীকে ইতিমধ্যেই ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) গ্রেফতার করেছে। উল্লেখ্য, হরিয়ানার ফরিদাবাদ জেলার ধূজ এলাকায় অবস্থিত আল-ফালাহ বিশ্ববিদ্যালয়টি একটি মেডিক্যাল কলেজ এবং হাসপাতালও বটে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতারের খবর সামনে আসেনি।