২৮০ টাকার জুতো কিনতে গিয়ে সর্বস্বান্ত! পুরুলিয়ার প্রবীণ নাগরিকের অ্যাকাউন্ট থেকে উধাও ১.৩৩ লক্ষ টাকা, কীভাবে ঘটল প্রতারণা?

অনলাইনে মাত্র ২৮০ টাকা দামের একজোড়া জুতো কিনতে গিয়ে ভয়ঙ্কর সাইবার প্রতারণার শিকার হলেন পুরুলিয়ার কাশীপুরের এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। সত্তরোর্ধ্ব ওই প্রবীণ নাগরিকের দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রতারকরা মোট ১ লক্ষ ৩৩ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। এই বিপুল অঙ্কের সঞ্চয় হারিয়ে চিত্তরঞ্জন মণ্ডল নামের ওই ব্যক্তি এখন দিশেহারা। তিনি ইতিমধ্যেই কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন।

চিত্তরঞ্জন বাবু জানান, জুতো কিনেছিলেন একটি অনলাইন প্রতিষ্ঠানের মাধ্যমে এবং মূল্য অনলাইনেই পরিশোধ করেছিলেন। কিন্তু জুতোর মাপ সঠিক না হওয়ায় তিনি তা ফেরত পাঠান। এরপর টাকার রিফান্ড বা ফেরত পাওয়ার জন্য তিনি একটি নির্দিষ্ট নম্বরে যোগাযোগ করেন।

এই সুযোগেই প্রতারকরা সক্রিয় হয়ে ওঠে। তাঁকে ফোন করে বিভিন্ন ব্যক্তিগত এবং ব্যাঙ্ক-সংক্রান্ত সংবেদনশীল তথ্য চেয়ে নেওয়া হয়। সরল বিশ্বাসে প্রবীণ নাগরিকটি প্রতারকদের কথামতো সব তথ্য দিয়ে দেন। এরপরই তিনি দেখেন, তাঁর দুটি অ্যাকাউন্ট থেকে যথাক্রমে ৯৫ হাজার ও ৩৮ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। প্রথমে মোবাইলে মেসেজ না আসায় তিনি বিষয়টি টের পাননি। পরে বিষয়টি বুঝতে পেরে থানার দ্বারস্থ হন তিনি।

পুলিশ জানিয়েছে, যে দুটি নম্বর থেকে ফোন করে প্রবীণ নাগরিকের তথ্য নেওয়া হয়েছিল, সেগুলির খোঁজ চলছে। সাইবার বিশেষজ্ঞদের দিয়ে ঘটনার তদন্ত করা হচ্ছে এবং পুলিশ আশা করছে, খুব দ্রুত এই প্রতারণা চক্রের হদিস মিলবে।