‘মালিক বা ম্যানেজিং ডিরেক্টর বলবেন’! নীতীশের প্রশংসায় শত্রুঘ্ন সিনহাকে কটাক্ষ শুভেন্দুর, তৃণমূলের ‘বিহার-প্রেম’ নিয়ে প্রশ্ন

বিহার বিধানসভা নির্বাচনে NDA জোটের বিপুল জয়ের পর বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিন্হা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে তিনি নীতীশকে ‘নির্ভরযোগ্য, পরীক্ষিত ও সফল মুখ্যমন্ত্রী’ বলে অভিহিত করেন।
তৃণমূল সাংসদের এহেন মন্তব্যের পরই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) কটাক্ষ করে তৃণমূলকে নিশানা করেন।
শত্রুঘ্ন সিন্হার প্রশংসা:
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে প্রশংসা করে শত্রুঘ্ন সিন্হা এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করেন। তিনি লেখেন:
“বিহারের মানুষকে অভিনন্দন, তাঁদের যে সরকার প্রাপ্য, সেই সরকারই পেয়েছেন। সবচেয়ে প্রশংসিত, ভদ্র রাজনীতিবিদ নীতীশ কুমার। নির্ভরযোগ্য, পরীক্ষিত ও সফল মুখ্যমন্ত্রী। মানুষের প্রত্যাশা পূরণ করতে পেরেছেন। নীতীশের সঙ্গে যে ব্যক্তি ও দল আছে, তাদের সবাইকে কুর্নিশ।”
শুভেন্দু অধিকারীর কটাক্ষ:
শত্রুঘ্ন সিন্হার এই মন্তব্য নিয়ে প্রশ্ন তুলে শুভেন্দু অধিকারী বলেন, তৃণমূলের একজন সাংসদ কেন বিজেপির সহযোগী মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের প্রশংসা করছেন। শুভেন্দু কটাক্ষ করে বলেন:
বিহারকেন্দ্রিক পরিচিতি: “শত্রুঘ্ন সিন্হা তো, ওনার পরিচিতি, জনপ্রিয়তা, সবটাই বিহার কেন্দ্রিক। স্বাভাবিকভাবে উনি ওনার মাতৃভূমির যে অনুভূতি তাঁকে রেসপেক্ট করেছেন।”
তৃণমূলের দিকে প্রশ্ন: “বাকিটা তৃণমূল কংগ্রেস বলতে পারবে, যে তার একবার উপনির্বাচনে পরবর্তীকালে, সাধারণ নির্বাচনে দুবারের সাংসদ কেন এনডিএ-র মুখ্যমন্ত্রী বিজেপির সহযোগী মুখ্যমন্ত্রীর প্রশংসা করছেন? এর উত্তর তৃণমূল কংগ্রেসের যারা, সারাদিন আপনাদের সঙ্গে কথোপকথন করেন, তাঁরা বলতে পারবেন, অথবা মালিক বা ম্যানিজিং ডাইরেক্টর বলতে পারবেন কখন?”
শুভেন্দু অধিকারীর এই মন্তব্য তৃণমূলের ‘শীর্ষ নেতৃত্ব’কে (মালিক/ম্যানেজিং ডাইরেক্টর) লক্ষ্য করে তীব্র ইঙ্গিত বহন করছে।