অসুস্থতা কাটিয়ে বাড়ি ফিরলেন ধর্মেন্দ্র, ডিসেম্বরে ৯০তম জন্মদিন ঘিরে দেওল পরিবারে আনন্দের জোয়ার

দীর্ঘ অসুস্থতার পর অবশেষে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra)। কিছুদিন আগে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। গত ১০ নভেম্বর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ভেন্টিলেটরেও স্থানান্তরিত করা হয়েছিল। এই সময় তাঁর অসুস্থতা এবং মৃত্যুর গুজবও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছিল, যা পরিবার দ্রুত উড়িয়ে দেয়।
বাড়ি ফেরার পর ধর্মেন্দ্রর স্ত্রী হেমা মালিনী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “এখন ঈশ্বরের উপরই ভরসা। বাড়িতেই ওঁর চিকিৎসা চলছে।” চিকিৎসকের কড়া নজরদারিতেই ধীর ধীরে সুস্থ হয়ে উঠছেন ‘হিম্যান’। ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী বাড়িতেই তাঁর চিকিৎসা চলছে।
ডিসেম্বরে ৯০ বছরে পা: জোড়া উদ্যাপনের প্রস্তুতি
অসুস্থতা কাটিয়ে সুস্থতার পথে ফেরা এবং সঙ্গে ডিসেম্বরে জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন—৯০তম জন্মদিন—দেওল পরিবারকে দ্বিগুণ আনন্দের সুযোগ এনে দিয়েছে। পরিবারের সদস্যরা তাই ধর্মেন্দ্রর এই জন্মদিনকে বিশেষভাবে উদ্যাপন করার প্রস্তুতি শুরু করেছেন।
আয়োজনের দায়িত্ব: বলিউড সূত্রে খবর, মুম্বইয়ের বান্দ্রায় ধর্মেন্দ্রের বাড়িতে বড়সড় আয়োজনের পরিকল্পনা চলছে। ছেলে সানি দেওল ও ববি দেওল এই অনুষ্ঠানের দায়িত্ব নিজেদের হাতে নিয়েছেন।
আমন্ত্রিত তারকারা: জন্মদিনের পার্টিতে বলিউডের প্রথম সারির তারকারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। আমন্ত্রণ যেতে পারে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমন খান, জিতেন্দ্র-সহ আরও অনেকের কাছে।
পারিবারিক জমায়েত: আরও জানা গেছে, হেমা মালিনীও নাকি তাঁর দুই মেয়ে এষা ও অহনার সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দেবেন। দীর্ঘদিন পর পরিবারের সবার একসঙ্গে এই জমায়েত হওয়াটা বিশেষ গুরুত্ব পাচ্ছে।
ধর্মেন্দ্রর এই সুস্থতা এবং সামনে জন্মদিনের দ্বিগুণ উদ্যাপন, এই মুহূর্তে দেওল পরিবারের কাছে স্বস্তি ও আনন্দের বার্তা নিয়ে এসেছে।