বিহার জয়ের পর মোদি সরকারের ‘বড় উপহার’! ১৯ নভেম্বর PM-KISAN-এর ২১ তম কিস্তির টাকা ঢুকছে

বিহার বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর কেন্দ্রীয় মোদি সরকার দেশবাসীকে একটি বড় উপহার দিতে চলেছে। শীঘ্রই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি (PM-KISAN) প্রকল্পের ২১ তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে জমা হতে চলেছে।

নভেম্বর ১৯-এ টাকা পাওয়ার সম্ভাবনা
সূত্রের খবর, দেশের ১১ কোটিরও বেশি কৃষক পরিবারের অ্যাকাউন্টে ১৯ নভেম্বর PM-KISAN প্রকল্পের ২১ তম কিস্তির টাকা ঢুকতে পারে।

কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার এই প্রকল্প চালু করেছিল। কৃষিমন্ত্রক জানিয়েছে, এই প্রকল্পের মাধ্যমে এখনও পর্যন্ত দেশে ১১ কোটিরও বেশি কৃষক পরিবারকে ২০টি কিস্তির মাধ্যমে মোট ৩.৭০ লক্ষ কোটি টাকারও বেশি সহায়তা দেওয়া হয়েছে। এই অর্থ কৃষকদের চাষাবাদের উপকরণ, শিক্ষা, চিকিৎসা এবং অন্যান্য পারিবারিক খরচে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে।

কারা পাবেন এই সুবিধা?
২১ তম কিস্তির টাকা পাওয়ার জন্য কৃষকদের কিছু শর্ত পূরণ করতে হবে:

যেসকল কৃষকের জমির নথিপত্র PM-KISAN পোর্টালে নিবন্ধিত আছে।

যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার যুক্ত করা আছে, তারাই এই কিস্তির সুবিধা পাবেন।

কৃষক রেজিস্ট্রি তৈরি করছে কেন্দ্র
কৃষিমন্ত্রক জানিয়েছে, PM-KISAN প্রকল্পের অন্যতম প্রধান লক্ষ্য হল শেষ প্রান্তের কৃষকদের কাছে পৌঁছনো। সেই উদ্দেশ্যেই সরকার এবার ‘কিষাণ রেজিস্ট্রি’ তৈরি করার কাজ শুরু করেছে।

এই নতুন ডেটাবেস তৈরি হলে কৃষকদের আর বারবার জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে না। একটিমাত্র সুসংহত রেজিস্ট্রির ভিত্তিতেই তারা বিভিন্ন সামাজিক কল্যাণমূলক প্রকল্পের সুবিধা খুব সহজে পেতে পারবেন।