“লালকেল্লায় বোমা ফাটিয়ে ভোট জিতেছেন মোদি”! বিহার জয়ের পর প্রধানমন্ত্রীকে সরাসরি আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, বিস্ফোরক অভিযোগ।

বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ-এর বিপুল জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গকে ‘জঙ্গল রাজ’ বলে কটাক্ষ করায় তীব্র প্রতিক্রিয়া জানাল তৃণমূল। প্রবীণ আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) সরাসরি প্রধানমন্ত্রী মোদিকেই সবচেয়ে গুরুতর আক্রমণ করলেন।
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘লালকেল্লায় বোমা’ ফাটানোর অভিযোগ
শনিবার চুঁচুড়ায় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিহারে বিজেপির জয়ের কারণ নিয়ে প্রশ্ন উঠতেই তিনি সরাসরি প্রধানমন্ত্রীকে বিঁধে বলেন:
“লালকেল্লায় গাড়িতে বোমা রেখে যিনি ভোটে জিতেছেন, সেই প্রধানমন্ত্রীর কথায় কিছু হবে না।”
প্রবীণ তৃণমূল সাংসদ আরও একধাপ এগিয়ে প্রধানমন্ত্রীকে কড়া আক্রমণ শানিয়ে দাবি করেন:
“আপনি গুজরাতে খুন করেছেন। জঙ্গল রাজ তো প্রধানমন্ত্রী তৈরি করেছেন। মধ্যপ্রদেশে, দিল্লিতে জঙ্গল রাজ।”
কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাংলার পরিস্থিতি ভালো দাবি করে হুঁশিয়ারি দেন, ২০২৬ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী মোদিকে এমন জবাব দেওয়া হবে যে তিনি আর কখনও শিরদাঁড়া সোজা করতে পারবেন না।
রাজ্যপালকে ‘অপদার্থ’ ও ‘বিজেপির চাকর-বাকর’ আক্রমণ
রাজনৈতিক সন্ত্রাস ও দুর্নীতি দমন করলেই বাংলায় অবাধ ভোট সম্ভব—রাজ্যপাল সিভি আনন্দ বোসের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় তাঁকে কড়া ভাষায় আক্রমণ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন:
“রাজ্যপাল আগে রাজভবনে বিজেপির অপরাধীদের রাখা বন্ধ করুন। তিনি রাজভবনে অপরাধীদের ডাকছেন। তাদের একটা করে বন্দুক দিচ্ছেন, বোমা দিয়ে বলছেন, তৃণমূলের লোকেদের বোমা মেরে এসো। আগে এইসব বন্ধ করুন, তিনি অপদার্থ রাজ্যপাল। বিজেপির চাকর-বাকর রাজ্যপাল যতদিন থাকবে, ততদিন পশ্চিমবাংলায় ভালো কিছু হবে না।”
প্রশান্ত কিশোর ও বঙ্গ বিজেপি নিয়ে কটাক্ষ
বিহার নির্বাচনে ভোটকুশলী প্রশান্ত কিশোরের দল জন সুরাজ পার্টির বিপুল ভরাডুবির প্রসঙ্গে তাঁকে গুরুত্বহীন বলে উড়িয়ে দেন কল্যাণ। তিনি বলেন, “প্রশান্ত কিশোর একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, এটা কোনওদিন মনে করিনি। ক্লার্ক যদি বলে অফিসার হব, তাহলে কী করে হবে?”
পাশাপাশি, বিহারের জয়ের পর বাংলার বিভিন্ন জায়গায় বিজেপি নেতা-কর্মীদের আবির খেলা ও মিষ্টি বিতরণের বিষয়ে তিনি কটাক্ষ করে বলেন:
“বঙ্গ বিজেপি ছাগলের তৃতীয় সন্তানের মতো। ওরা লাফাচ্ছে, জানে ওরা অপদার্থ জীবনে কিছু করতে পারবে না। এই সময় একটু লাফিয়ে নিচ্ছে।”