লালকেল্লা কাণ্ড, অভিযুক্ত ৪ ডাক্তার সন্ত্রাসীর লাইসেন্স বাতিল! NPK সারের পর গাড়িতে মিলল বিপজ্জনক TATP বিস্ফোরকের নমুনা।

গত ১০ নভেম্বর দিল্লির লালকেল্লার ১ নং গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত চার সন্ত্রাসবাদী ডাক্তারের লাইসেন্স বাতিল করল ন্যাশনাল মেডিক্যাল কমিশন (NMC)। মূলত, জইশ-ই-মহম্মদের (JeM) একটি টেরর মডিউলের মাধ্যমে এই হামলা চালানো হয় বলে তদন্তে উঠে এসেছে।
৪ ডাক্তারের লাইসেন্স বাতিল
ইন্ডিয়ান মেডিক্যাল রেজিস্টার এবং ন্যাশনাল মেডিক্যাল রেজিস্টার—দুই সংস্থার পক্ষ থেকেই অভিযুক্ত চার ডাক্তার—মুজফফর আহমেদ, আবদেল আহমেদ রাথের, মুজামিল শাকিল এবং শাহিন সাইদ-এর রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে।
এনএমসি (NMC)-এর এই কড়া নির্দেশের ফলে উল্লিখিত ডাক্তাররা আর কোনওভাবেই দেশের কোথাও রোগী দেখতে পারবেন না বা মেডিক্যাল কোনও অ্যাপয়ন্টমেন্ট নিতে পারবেন না। দেশের কোথাও তাঁদের প্র্যাকটিস করার অধিকার রইল না।
বিস্ফোরকের ভয়াবহ তথ্য: TATP
লালকেল্লার কাছে গাড়ি বোমা বিস্ফোরণের তদন্তে সামনে এসেছে আরও ভয়ঙ্কর তথ্য। জানা গিয়েছে, বিস্ফোরণে ব্যবহৃত গাড়িতে একটি অত্যন্ত বিপজ্জনক রাসায়নিকের নমুনা পাওয়া গিয়েছে, যার নাম ট্রাইঅ্যাসিটোন ট্রাইপারঅক্সাইড (TATP)।
TATP হলো একটি শক্তিশালী প্রাথমিক বিস্ফোরক, যা সাধারণত ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (IED) তৈরি করতে সন্ত্রাসবাদীরা ব্যবহার করে।
বিপজ্জনক বৈশিষ্ট্য: এটি ভয়ঙ্কর রকমের উদ্বায়ী এবং অ্যামোনিয়াম নাইট্রেটের সঙ্গে বিক্রিয়ায় প্রবল বিস্ফোরণ ঘটাতে পারে। সামান্য তাপের পরিবর্তন, ঘষা লাগা বা এমনকি সামান্য দুলুনিতেও ফেটে বিস্ফোরণ ঘটাতে পারে।
শনাক্তকরণে অসুবিধা: অন্যান্য বাণিজ্যিক বিস্ফোরকের মতো এতে নাইট্রোজেন না থাকায়, ট্র্যাডিশনাল পদ্ধতিতে তল্লাশি চালালেও এই বিস্ফোরক খুঁজে পাওয়া মুশকিল।
কেন্দ্রীয় এজেন্সিগুলি মনে করছে, সিগন্যালে গাড়িটি থামার সময় বিস্ফোরণটি অনিচ্ছাকৃতভাবেই ঘটে থাকতে পারে। আবার, এই ধরনের বোমা মাত্র ৫-১০ মিনিটের মধ্যে প্রস্তুত করা যায় বলে উমর নবি (প্রধান অভিযুক্ত) বিস্ফোরণের ঠিক আগে এটি তৈরি করে থাকতে পারেন বলেও অনুমান করা হচ্ছে।