‘SIR বিরোধী রাজ্য সরকার’! পোলবায় বিস্ফোরক শুভেন্দু, ‘সময় মতো ভোটার লিস্ট না বেরলে সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি শাসন’!

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেসকে (TMC) ফের তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। হুগলির পোলবার সভা থেকে তিনি সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে ‘SIR বিরোধী’ অবস্থান নেওয়ার অভিযোগ তোলেন এবং একই সঙ্গে রাজ্যে সাংবিধানিক সংকটের ইঙ্গিত দেন।
‘SIR বিরোধী রাজ্য সরকার’: শুভেন্দু
শুভেন্দু অধিকারী অভিযোগ করেন যে, ভোটার তালিকা সংশোধনের এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় রাজ্য সরকারের সহযোগিতা সঠিক নয়। তিনি রাজ্য সরকারকে ‘SIR বিরোধী রাজ্য সরকার’ হিসেবে চিহ্নিত করেন। তাঁর মতে, রাজ্য সরকারের অসহযোগিতার ফলেই BLO (Booth Level Officer)-দের উপর কাজের চাপ বাড়ছে।
সাংবিধানিক ইঙ্গিত
বিরোধী দলনেতা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন যে, যদি এই প্রক্রিয়ায় বাধা দেওয়া হয় এবং সময়মতো নতুন ভোটার তালিকা প্রকাশিত না হয়, তবে রাজ্যে ভোট করানো সম্ভব হবে না। এই পরিস্থিতি তৈরি হলে সাংবিধানিক নিয়মের বলেই সরকার পড়ে যাবে।
শুভেন্দু অধিকারী বলেন:
“সময় মত ভোটার লিস্ট না বেরলে ভোট হবে না। তখন আর (রাষ্ট্রপতি শাসন) চাইতে হবে না। তখন সাংবিধানিকভাবেই রাষ্ট্রপতি শাসন লাগু হয়ে যাবে।”
শুভেন্দু অধিকারীর এই বক্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর সৃষ্টি হয়েছে। তাঁর ইঙ্গিত, রাজ্য সরকার যদি ইচ্ছাকৃতভাবে SIR প্রক্রিয়াকে ব্যাহত করে তবে চূড়ান্ত পরিণতি হবে সাংবিধানিক শাসন লঙ্ঘন এবং ফলস্বরূপ রাষ্ট্রপতি শাসন।