এসআইআর আতঙ্কে গভীর রাতে বাড়ি ছাড়লেন ব্যক্তি! আত্মহত্যার চেষ্টা আরও একজনের, তৃণমূলের অভিযোগ—ভোট সংশোধনে বাড়ছে আতঙ্ক।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজ্যে ‘আতঙ্ক’ বাড়ছে বলে অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। শাসক দলের দাবি, এই প্রক্রিয়ার মানসিক চাপে অনেকেই ভুল পদক্ষেপ নিচ্ছেন। এরই মধ্যে দক্ষিণ দমদম এবং বিধাননগরে দুটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে।

এসআইআর আতঙ্কে গভীর রাতে নিখোঁজ
দক্ষিণ দমদম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আরএন গুহ রোডের বাসিন্দা, পেশায় গাড়িচালক বৈদ্যনাথ হাজরা (৪৬) গভীর রাতে বাড়ি ছেড়ে চলে গিয়েছেন বলে দাবি তাঁর পরিবারের। পরিবারের অভিযোগ, গত কয়েকদিন ধরেই তিনি এসআইআর প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত আতঙ্কে ভুগছিলেন।

সিসিটিভি ফুটেজ অনুযায়ী, গতকাল গভীর রাত ২টো ৩ মিনিট নাগাদ তিনি মোবাইল ফোন বাড়িতে রেখেই বেরিয়ে যান। এখনও তাঁর খোঁজ মেলেনি। বৈদ্যনাথের স্ত্রী জয়ন্তী হাজরা কান্নায় ভেঙে পড়ে জানান, “আধার কার্ড, ভোটার কার্ড সব রয়েছে। কিন্তু ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকার জন্য তিনি চিন্তায় ছিলেন। কী কী নথি দেবেন, তা নিয়ে আলোচনা করতেন।” তাঁর বন্ধু রাজু সাহাও নিশ্চিত করেন যে, বৈদ্যনাথ এসআইআর আতঙ্কেই ঘর ছেড়েছেন। পরিবার থানায় নিখোঁজ ডায়েরি করেছে।

বিধাননগরে আত্মহত্যার চেষ্টা
এদিকে, বিধাননগর পৌরনিগমের ৯ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু নগরে একটি আবাসনের বাসিন্দা, ব্যবসায়ী সুকুমার ঘোষ (৪৫) এসআইআর আতঙ্কে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। পরিবারের সদস্যরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় দেশবন্ধুনগর হাসপাতালে ভর্তি করেছেন, যেখানে তাঁর চিকিৎসা চলছে। সুকুমার ঘোষের ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল কি না, তা এখনও জানা যায়নি।

রাজনৈতিক চাপানউতোর

দু’টি ঘটনার প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস অভিযোগ তুলেছে যে, ভোটার তালিকার সংশোধনের নামে জনগণের মধ্যে ভয় সৃষ্টি করা হচ্ছে, যা সাধারণ মানুষের মানসিক স্বাস্থ্যের উপর গুরুতর প্রভাব ফেলছে। এই ঘটনাগুলি এসআইআর প্রক্রিয়া এবং তার রাজনৈতিক প্রভাব নিয়ে রাজ্য জুড়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।