সময়মতো ভোটার তালিকা না বেরলে রাষ্ট্রপতি শাসন! SIR বিতর্কের মধ্যে সাংবিধানিক সংকটের ইঙ্গিত দিলেন শুভেন্দু অধিকারী।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুগলির পোলবার মঞ্চ থেকে ফের শাসকদল তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন। রাজ্যের এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে তিনি শুধু শাসকদলকে ‘SIR বিরোধী’ বলেই ক্ষান্ত হননি, বরং সময়মতো ভোটার তালিকা প্রকাশ না হলে সাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতি শাসন (Article 356) জারি হওয়ার বিরাট হুঁশিয়ারি দিয়েছেন।

শুভেন্দু অধিকারী এদিন সরাসরি অভিযোগ করেন, রাজ্যের তৃণমূল সরকার মুখে এসআইআর বিরোধী হলেও, ভেতরে ভেতরে সহযোগিতা করছে। তিনি বলেন, “তৃণমূল সরকার SIR বিরোধী রাজ্য সরকার। এই কারণেই BLO-দের (Booth Level Officer) ওপর কাজের চাপ বাড়ছে। রাজ্য সরকার সহযোগিতা করছে।”

রাষ্ট্রপতি শাসন নিয়ে শুভেন্দুর হুঁশিয়ারি

তবে বিরোধী দলনেতার প্রধান ইঙ্গিত ছিল রাজ্যের সাংবিধানিক সংকটের দিকে। তাঁর যুক্তি, যদি এসআইআর প্রক্রিয়ার কারণে সময়মতো ভোটার তালিকা প্রস্তুত না হয়, তবে নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব হবে না। তিনি স্পষ্ট ভাষায় বলেন:

“সময় মত ভোটার লিস্ট না বেরলে ভোট হবে না। তখন আর রাষ্ট্রপতি শাসন চাইতে হবে না। তখন সাংবিধানিকভাবেই রাষ্ট্রপতি শাসন লাগু হয়ে যাবে।”

শুভেন্দু অধিকারীর এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। তিনি কার্যত জানিয়ে দিলেন যে, বিজেপিকে ৩৫৬ ধারা প্রয়োগের জন্য আবেদন জানাতে হবে না, বরং রাজ্যের সাংবিধানিক ব্যর্থতার কারণেই পরিস্থিতি স্বাভাবিকভাবে সেই দিকে এগোবে।