বিহারের ফলের আঁচ বাংলায়! ‘মুসলিমদের অবহেলা করলে ফল ভুগতে হবে’, তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বিস্ফোরক হুঁশিয়ারি।

বিহার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরই পশ্চিমবঙ্গে মুসলিম ভোটব্যাঙ্ককে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। এই প্রসঙ্গে শাসকদল তৃণমূল কংগ্রেসের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir) সরাসরি দলের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন। তাঁর দাবি, রাজ্যের মুসলিম সম্প্রদায়ের মধ্যে যে অসন্তোষ ক্রমশ দানা বাঁধছে, তা গুরুত্ব দিয়ে না দেখলে বিহারের মতো রাজনৈতিক প্রতিক্রিয়া বাংলাতেও পড়তে পারে।

হুমায়ুন কবীরের তীব্র হুঁশিয়ারি

তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর এদিন স্পষ্ট ভাষায় বলেন, “গোটা সম্প্রদায়কে যদি অবহেলা করা হয়, তাচ্ছিল্য করা হয়, তার বিরূপ প্রতিক্রিয়া যে দেখা দিতে পারে, সেটা বিহারের রেজাল্টেই স্পষ্ট। মুসলিমরা বিহারে মত বদল করেছে। বাংলায়ও তার আঁচ পড়তে পারে।” তাঁর মতে, এই পরিস্থিতি সামাল দিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরাসরি নেতৃত্ব প্রয়োজন।

PK ও I-PAC-কে কড়া আক্রমণ

মুসলিম ভোটব্যাঙ্ক নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি তিনি ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor) এবং তাঁর সংস্থা আইপ্যাককেও (I-PAC) কড়া ভাষায় আক্রমণ করেন। হুমায়ুন কবীর বলেন, প্রশান্ত কিশোর বিহারে নিজের দল গড়ে নির্বাচনে লড়ে ব্যর্থ হয়েছেন। তাঁর মতে, বাস্তবে মানুষের কাছে প্রশান্ত কিশোরের কোনো গ্রহণযোগ্যতা নেই এবং অতীতে বাংলায় মমতার জয়ের সম্পূর্ণ কৃতিত্বই তাঁর ছিল, পিকে অযথা ক্রেডিট নিয়েছিলেন।

তৃণমূলের পালটা জবাব

যদিও তৃণমূলের মুখপাত্র তন্ময় ঘোষ বিধায়কের এই মন্তব্যের সম্পূর্ণ বিরোধিতা করেছেন। তিনি বলেন, “উনি যত মানুষের সঙ্গে ঘুরে বেড়ান, তার থেকেও বহু বেশি মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে আমার যোগাযোগ আছে। কোনোভাবেই বিহারের মতো বাংলার অবস্থা হবে না।”

মুসলিম ভোটব্যাঙ্ক ঘিরে দলের অন্দরে বিধায়কের এই টানাপোড়েন এবং বিস্ফোরক মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে গুঞ্জন তৈরি করেছে। বিহারের ফলাফলের প্রতিক্রিয়ায় দলের অন্দরে চাপা অসন্তোষের যে খবর আসছিল, হুমায়ুন কবীরের মন্তব্য সেই উত্তাপ আরও বাড়িয়ে দিল।