বুমরার পর জাদেজা! ২৮ রান দিয়ে ৪ উইকেট, টেস্টের গতিপথ ঘুরিয়ে দিলেন ভারতীয় স্পিনার!

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনেই ইডেন গার্ডেন্সে দেখা গেল উইকেট পতনের চরম প্রদর্শনী। প্রথম দু’দিনে দু’দলের মোট ২৭টি উইকেটের পতনে কাঠগড়ায় উঠে এসেছে ইডেনের ‘বাইশ গজ’। দ্বিতীয় দিনে ভারতের ৯টি এবং দক্ষিণ আফ্রিকার ৭টি উইকেট পড়তেই ম্যাচের ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে।

প্রথম ইনিংসে ভারতীয় পেসার জসপ্রীত বুমরা যদি হন চুম্বক, তবে দ্বিতীয় ইনিংসে সেই ভূমিকা নিলেন স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। স্পিনাররা সুবিধা পাচ্ছেন ঠিকই, তবে এটি ধুলো উড়িয়ে দেওয়া ঘূর্ণি পিচ নয়—বরং শুষ্ক এবং ধীরে ধীরে স্পিনের সহায়ক হয়ে উঠেছে।

জাদেজার ভেলকি ও ম্যাচের পরিস্থিতি

দ্বিতীয় ইনিংসে ভারতীয় স্পিনারদের সামনে রীতিমতো ব্যাটিং বিপর্যয়ের মুখে প্রোটিয়া শিবির। ৭১ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে দক্ষিণ আফ্রিকা দিন শেষে ৭ উইকেটে ৯৩ রান তুলেছে, অর্থাৎ এখন তারা ৬৩ রানে এগিয়ে। জাদেজা বল হাতে ভেলকি দেখিয়ে মাত্র ২৯ রানে ৪টি উইকেট শিকার করেছেন। কুলদীপ যাদব ২টি এবং অক্ষর প্যাটেল ১টি উইকেট নিয়েছেন। এখনও অপরাজিত আছেন অধিনায়ক তেম্বা বাভুমা (২৯*)।

পিচের এমন আচরণে রীতিমতো ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকা শিবির, কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠার সম্ভাবনা রয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, উইকেট পতনের অন্যতম কারণ হলো ব্যাটারদের দক্ষতার অভাব।

৬ বছর আগে পিঙ্ক বল টেস্টের পর ইডেনে আবার পাঁচদিনের ক্রিকেট। সেবার বাংলাদেশ আড়াই দিনেরও কম সময়ে হেরে গিয়েছিল। এবারও যদি রবিবাসরীয় সকালে ভারতীয় বোলাররা দ্রুত প্রোটিয়াদের শেষ তিন উইকেট তুলে নিতে পারেন, তাহলে টেস্টটি আড়াই দিনেই শেষ হতে পারে। তবে যদি দক্ষিণ আফ্রিকা কিছু গুরুত্বপূর্ণ রান যোগ করতে পারে, তাহলে হারমার ও কেশব মহারাজকে সামলাতে সমস্যা হতে পারে ভারতীয় ব্যাটারদের।