মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি ‘ধুয়ে দিলেন’ বিরোধী দলনেতা! শুভেন্দুর কড়া আক্রমণ—কারণ কী?

ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকারের বিরুদ্ধে সরাসরি এবং তীব্র আক্রমণ শানিয়েছেন। তাঁর মূল অভিযোগ, তৃণমূল সরকার রাজ্যের সনাতন ধর্মাবলম্বী এবং আদিবাসী সম্প্রদায়ের স্বার্থের বিরোধী।
শনিবারের এই অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী তৃণমূলকে ধুয়ে দিয়ে বলেন, “তৃণমূল সরকার সনাতন বিরোধী আদিবাসী বিরোধী।” বিরসা মুন্ডার মতো একজন আদিবাসী নেতা ও বীরের জন্মজয়ন্তীর মঞ্চকে ব্যবহার করে তিনি রাজ্যের আদিবাসী ভোটব্যাঙ্ককে লক্ষ্য করে এই বার্তা দেন।
বিরোধী দলনেতা তাঁর ভাষণে জোর দিয়ে বলেন, রাজ্যের বর্তমান শাসক দল কীভাবে আদিবাসী সমাজের অধিকার ও সংস্কৃতিকে অবজ্ঞা করছে। তিনি অভিযোগ করেন, তৃণমূলের নীতিগুলি বাংলার প্রাচীন সনাতন ধর্মীয় মূল্যবোধ এবং আদিবাসী ঐতিহ্যের পরিপন্থী।
শুভেন্দু অধিকারী তৃণমূলের বিরুদ্ধে আরও কী কী অভিযোগ এনেছেন, তা জানতে রাজনৈতিক মহলে তীব্র কৌতূহল সৃষ্টি হয়েছে। তবে তাঁর এই ‘সনাতন বিরোধী ও আদিবাসী বিরোধী’ তকমা তৃণমূলের বিরুদ্ধে বিজেপির আসন্ন প্রচারের একটি প্রধান হাতিয়ার হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাজ্যজুড়ে এই মন্তব্য রাজনৈতিক বিতর্ককে আরও উস্কে দেবে বলে মনে করা হচ্ছে।