সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে কঠোর নির্দেশ! লোকপাল কেন প্রসিকিউশনের অনুমতি দিল না?

নদিয়ার করিমপুরে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ও প্রাক্তন সাংসদ পিনাকি মিশ্রের বিয়ের রিসেপশন নিয়ে সামাজিক মাধ্যমে যে আলোচনা শুরু হয়েছিল, সেই রেশ কাটতে না কাটতেই মহুয়া মৈত্রকে কেন্দ্র করে এক নতুন রাজনৈতিক ও আইনি অধ্যায় শুরু হল।

৪ সপ্তাহের মধ্যে চার্জশিট দাখিলের নির্দেশ

কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইকে (CBI) লোকপাল (Lokpal) নির্দেশ দিয়েছে, তারা আগামী চার সপ্তাহের মধ্যে প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্র এবং অন্য অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করবে। লোকপালের এই নির্দেশ মহুয়া মৈত্র-কে ঘিরে চলা ‘ক্যাশ-ফর-কোয়ারি’ (Cash-for-Query) বিতর্কে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়।

তবে, এই মুহূর্তে অভিযুক্তদের বিরুদ্ধে প্রসিকিউশন (Prosecution) শুরু করার অনুমতি লোকপাল এখনও দেননি। লোকপাল স্পষ্ট জানিয়েছেন, “অভিযুক্ত রেপুটেড পাবলিক সার্ভেন্ট (RPS)-এর বিরুদ্ধে চার্জশিট দাখিলের আবেদনই এই মুহূর্তে বিবেচনার বিষয়। মামলার প্রসিকিউশন বা পরবর্তী ধাপ অনুমোদনের জন্য এখন সময় উপযুক্ত নয়।” আদালত এই অভিযোগ গ্রহণ করলে তার পরেই প্রসিকিউশনের পরবর্তী ধাপ নির্ধারণ করা হবে। লোকপাল ও লোকায়ুক্ত আইন, ২০১৩-এর ধারা ২০(৭)(এ) ও ২৩(১)-এর অধীনে এই অনুমতি দেওয়া হয়েছে।

মহুয়া মৈত্রের বিরুদ্ধে মূল অভিযোগ হলো, তিনি ব্যবসায়ীদের কাছ থেকে উপহার, টাকা ও সুবিধা গ্রহণের মাধ্যমে সংসদে প্রশ্ন তুলেছেন এবং সবথেকে গুরুতর বিষয় হলো, সাংসদদের জন্য তৈরি ইমেল আইডির পাসওয়ার্ড সেই ব্যবসায়ীর সঙ্গে শেয়ার করেছেন।

উল্লেখ্য, গত অগাস্টে মহুয়া মৈত্র দিল্লি হাইকোর্টে অভিযোগ করেছিলেন যে, সিবিআইর তদন্ত রিপোর্ট লোকপালের কাছে জমা পড়ার সঙ্গে সঙ্গেই তা মিডিয়ায় ফাঁস হচ্ছে। এরপর আদালত কঠোর গোপনীয়তা বজায় রাখার নির্দেশ দিয়েছিল। এখন অপেক্ষা সিবিআইর চার্জশিট দাখিলের। চার্জশিট জমা পড়ার পরই আদালত পরবর্তী পদক্ষেপ স্থির করবে।