দিদির অনুপ্রেরণায় সমবায় সপ্তাহে বড় পদক্ষেপ! গ্রামীণ অর্থনীতিতে NABARD-এর বিশেষ ঘোষণা!

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যজুড়ে পালিত হলো ৭২তম নিখিল ভারত সমবায় সপ্তাহ। সেই উপলক্ষ্যে শুক্রবার বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের উদ্যোগে শহিদ প্রদ্যোত স্মৃতি সদনে এক বর্ণাঢ্য কেন্দ্রীয় সমাবেশের আয়োজন করা হয়।
সমবায়ের গুরুত্ব এবং গ্রামীণ অর্থনীতিতে তার ভূমিকা তুলে ধরতে আয়োজিত এই অনুষ্ঠানে সকালে প্রদীপ জ্বেলে অনুষ্ঠানের সূচনা করেন সমবায় শিক্ষা সুপারভাইজিং কমিটির সভাপতি নিরঞ্জন কুমার (আই.এ.এস.)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাবার্ড-এর সিজিএম পি কে ভরদ্বাজ। এছাড়াও উপস্থিত ছিলেন মলয় মুখোপাধ্যায়, গোবিন্দ হালদার, দেবাঞ্জন সেন, পার্থ বসু-সহ সমবায় ক্ষেত্রের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।
এবারের সমবায় সপ্তাহের মূল প্রতিপাদ্য ছিল— “ত্রিভুবন সহকারী বিশ্ববিদ্যালয়: গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে সমবায় শিক্ষাকে রূপায়িত করা”। বক্তারা সমবায় আন্দোলনের শক্তিকে সমাজের সর্বস্তরে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার ওপর জোর দেন। সমাবেশে মূলত গ্রামীণ অর্থনীতিতে সমবায়ের ভূমিকা, স্বনির্ভরতা বৃদ্ধি এবং আর্থিক শিক্ষার প্রসার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সমবায়ের উন্নয়নকে কেন্দ্র করে রাজ্য সরকার একাধিক নতুন উদ্যোগ নিয়েছে জানিয়ে বক্তারা নিশ্চিত করেন যে, ভবিষ্যতে আরও সমবায়ভিত্তিক জনমুখী প্রকল্প চালুর পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমবায় ক্ষেত্রের সঙ্গে যুক্ত বহু প্রতিনিধি ও অতিথিরা। সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি ঘটে।