তিস্তা সেতুতে রক্তাক্ত ট্র্যাজেডি! বাইক-গাড়ির ভয়াবহ সংঘর্ষে মৃত্যু ৩ জনের, নদী থেকে দেহ উদ্ধার!

তিস্তা সেতুতে পিক-আপ ভ্যান ও মোটরবাইকের মধ্যে ভয়াবহ সংঘর্ষে মোট তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় উত্তর ২৪ পরগনার সুকান্ত নগর সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

শুক্রবার গভীর রাতে জলপাইগুড়ির বালাপাড়া সংলগ্ন তিস্তা সেতুর উপরে এই দুর্ঘটনাটি ঘটে। পিক-আপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর বাইক থেকে ছিটকে পড়েন তিন আরোহী। ঘটনাস্থলেই দুই বাইক আরোহীর মৃত্যু হয়। তাঁদের দেহ দ্রুত উদ্ধার করে হাসপাতাল পাঠানো হয়।

তবে, মোটরবাইকের মালিক বাপি বর্মনসহ আরও এক আরোহী নিখোঁজ ছিলেন। ঘটনার প্রায় আট ঘণ্টা পর, শনিবার সকালে তিস্তা নদীর তল থেকে তৃতীয় ব্যক্তি, বাপি বর্মনের দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে বাপ্পা বর্মন নামে আরেক যুবকও ছিলেন। বাকিদের পরিচয় জানার চেষ্টা করছে কোতয়ালি থানার পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুটি গাড়িই অত্যন্ত দ্রুত গতিতে থাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর কিছুক্ষণের জন্য সেতুর ওপর যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ইতিমধ্যেই পিক-আপ ভ্যানটিকে আটক করেছে। জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তিনজনের দেহই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনার তদন্তে নেমেছেন কোতয়ালি থানার আইসি অমতাভ দাস।