ওটিপি নিয়ে কীসের ফর্ম ফিলাপ? ‘লোকবন্ধু’দের ল্যাপটপে বিরাট রহস্য! বারাসাতে আট যুবক গ্রেফতার।

উত্তর ২৪ পরগনার বারাসাত থানার কদম্বগাছি স্টেশন সংলগ্ন এলাকায় ‘SIR ফর্ম ফিলাপ’ কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ব্যানার টাঙিয়ে কয়েকজন যুবক মোবাইল নম্বর সংগ্রহ করে ওটিপি ব্যবহার করে দ্রুত ফর্ম ফিলাপ করাচ্ছিলেন। তাঁদের বেশভূষা ছিল চোখে পড়ার মতো—ধোপদূরস্ত পোশাক, গলায় আই-কার্ড, হাতে ল্যাপটপ। তাঁরা নিজেদের দিল্লির একটি নতুন দল “লোকবন্ধু পার্টির” সদস্য বলে দাবি করেন।

তবে এই ফর্ম ফিলাপে কেন ওটিপি প্রয়োজন হচ্ছে এবং কেনই বা BLO বা BLA (বুথ লেভেল অফিসার/এজেন্ট)-এর মতো সরকারি কর্মীরা নয়, বরং সম্পূর্ণ অচেনা ব্যক্তিরা এই কাজটি করছেন, তা নিয়ে তীব্র সন্দেহে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ওটিপি ব্যবহারের মাধ্যমে ভোটার অথবা ব্যক্তিগত তথ্যের বড়সড় জালিয়াতির আশঙ্কা তৈরি হয়।

সন্দেহ হওয়ায় স্থানীয়রা তাঁদের আটকে রেখে সঙ্গে সঙ্গে বারাসাত থানায় খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটজন যুবককে আটক করে থানায় নিয়ে যায়। ধৃতদের কাছ থেকে ল্যাপটপ ও নথি বাজেয়াপ্ত করা হয়েছে। এই পুরো ঘটনার নেপথ্যে আসল উদ্দেশ্য কী ছিল—তা কি নিছকই জালিয়াতি নাকি ভোটার ডাটা চুরির কোনো বৃহত্তর ষড়যন্ত্র—তা জানতে তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ। বিস্তারিত তথ্যের জন্য চোখ রাখুন DailyHunt-এ।