‘গান চিরকালই আমার খুব কাছের’! গান গাওয়ার সময় অদ্ভুত শান্তি অনুভব করেন জিৎ-পত্নী মোহনা

দীর্ঘদিন ধরেই টলিউডে নায়ক হিসেবে কাজ করে হাজার হাজার মানুষের মন জয় করেছেন অভিনেতা জিৎ (Jeet)। তাঁর পরিবার সাধারণত লাইমলাইট থেকে দূরেই থাকে। বিভিন্ন পারিবারিক উৎসবে তাঁদের ছবি দেখা গেলেও, ফিল্মি পার্টিতে সাধারণত দেখা যায় না স্ত্রী মোহনা মদনানি (Mohna Madnani) ও সন্তানদের। তবে এবার একেবারে নতুন ভূমিকায় বিনোদন দুনিয়ায় পা রাখলেন জিৎ-পত্নী মোহনা।
মোহনা মদনানি এককভাবে একটি গান রেকর্ড করে সঙ্গীত জগতে অভিষেক করলেন। প্রথম গান হিসেবে তিনি বেছে নিয়েছেন জনপ্রিয় আরতির গান— ‘ওম জয় জগদীশ হরে’। গানটি ইতিমধ্যেই ইউটিউবে মুক্তি পেয়েছে।
যদিও এর আগে মোহনা প্লেব্যাকে কাজ করেননি, তবে তিনি চিরকালই গান ভালবাসেন। তাঁর এই প্রথম গানে ঈশ্বরের প্রতি ভক্তি, ভালবাসা আর শান্তির পরিবেশ ফুটে উঠেছে।
“গান চিরকালই আমার খুব কাছের একটা বিষয়। এই সুযোগ পাওয়া যেন ঈশ্বরের কৃপা। আমি নতুন করে নিজের আরেকটা সত্ত্বা আবিষ্কার করেছি যেন। ‘ওম জয় জগদীশ হরে’ গানটা ছোটবেলা থেকেই শুনে আসছি। এই গানটা শুনলেই যেন মনে একটা অদ্ভুত শান্তি আসে। আমার বিশ্বাস, গানটা গাওয়ার সময় যে আধ্যাত্মবোধ আমি অনুভব করেছি, সাধারণ মানুষও গানটা শুনলে তা অনুভব করবেন।”
প্রসঙ্গত, স্বামী জিৎ-ও বর্তমানে তাঁর নতুন সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন। আগামীদিনে পথিকৃৎ বসু পরিচালিত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ সিনেমায় দেখা যাবে জিৎ-কে। এই সিনেমায় একেবারে অন্য লুকে দেখা যাবে অভিনেতাকে, যেখানে তিনি একটি ঐতিহাসিক চরিত্রকে তুলে ধরবেন।