গ্যাংস্টার আমন সাউ এনকাউন্টার মামলা! পুলিশি অভিযোগের পরও কেন FIR নয়? রাজ্য সরকারকে ধমক হাইকোর্টের

গ্যাংস্টার আমন সাউয়ের তথাকথিত এনকাউন্টার (পুলিশি সংঘর্ষ)-এ মৃত্যুর ঘটনায় অবিলম্বে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (FIR) নথিভুক্ত করার নির্দেশ দিল ঝাড়খণ্ড হাইকোর্ট। চলতি বছরের শুরুতে পুলিশি সংঘর্ষে আমন সাউয়ের মৃত্যু হয়েছিল বলে দাবি করা হয়।

বুধবার বিচারপতি সুজিত নারায়ণ প্রসাদ এবং বিচারপতি অরুণ কুমার রায়-এর ডিভিশন বেঞ্চ সাউয়ের মা কিরণ দেবীর দায়ের করা একটি পিটিশনের শুনানির পর এই নির্দেশ দেয়। কিরণ দেবীর অভিযোগ, তিনি অনলাইনে পুলিশি অভিযোগ দাখিল করলেও পুলিশ তার ভিত্তিতে কোনো এফআইআর নথিভুক্ত করেনি।

কিরণ দেবীর দাবি, তার ছেলেকে ছত্তিশগড়ের রায়পুর থেকে রাঁচি নিয়ে আসার পথে চলতি বছরের ১১ মার্চ পালামৌতে পুলিশ হত্যা করেছে। তিনি সিবিআই (CBI) তদন্ত এবং একটি এফআইআর নথিভুক্ত করার দাবি জানান। মায়ের গুরুতর অভিযোগ, তাঁর আগেই আশঙ্কা ছিল যে পুলিশ একে ‘এনকাউন্টার’ বলে তাঁর ছেলেকে হত্যা করবে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৮ নভেম্বর ধার্য করা হয়েছে।