নিউটাউন খুনে ফাঁসলেন ‘পাওয়ারফুল’ BDO! মিথ্যা বলার পর্দাফাঁস, মিলল ফ্ল্যাটের নথি – এবার কী হবে?

স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় এবার চাঞ্চল্যকর মোড়। নিউটাউন হত্যাকাণ্ডে গ্রেফতার হলেন তৃণমূলের ব্লক সভাপতি সজল সরকার। অন্যদিকে, মূল অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের মিথ্যার পর্দাফাঁস করল পুলিশ। বিডিও দাবি করেছিলেন নিউটাউনে তাঁর কোনও ফ্ল্যাট নেই, কিন্তু এবার সেই ফ্ল্যাটেরই গুরুত্বপূর্ণ নথি পেয়েছে পুলিশ।
সূত্র মারফত জানা গিয়েছে, নিউটাউনের এবি ব্লকে অবস্থিত ওই বাড়ির ইলেকট্রিক মিটারটি রয়েছে বিডিও প্রশান্ত বর্মনের নামেই। এর আগে তিনি পুলিশি জেরার মুখে নিউটাউনে ফ্ল্যাট থাকার কথা অস্বীকার করেছিলেন।
বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ কোচবিহারের বাসিন্দা সজল সরকারকে শিলিগুড়ি থেকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, ধৃত সজল সরকার কোচবিহার জেলায় তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট পদে রয়েছেন। তাঁকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে এবং জেরা করা হবে। অভিযোগ, গত ২৮ অগাস্ট নিউটাউনের ওই ফ্ল্যাটেই স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে পিটিয়ে খুনের সময় সজল সরকারও সেখানে উপস্থিত ছিলেন।
এর আগে এই ঘটনায় মূল অভিযুক্ত বিডিও-র গাড়ির চালক রাজু ঢালি এবং তাঁর বন্ধু ঠিকাদার তুফান থাপাকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁদের জেরা করেই পুলিশ জানতে পারে, ঘটনার দিন মোট ছয়জন মিলে ওই স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করেছিল। মাথায় আঘাত লেগে তাঁর মৃত্যু হয়। এর পর বিডিও প্রশান্ত বর্মনের নির্দেশেই তাঁর নীল বাতি লাগানো সরকারি গাড়িতে করে ওই ব্যবসায়ীর দেহ নিউটাউনের যাত্রাগাছির খাল পাড়ে ফেলে আসা হয়।
এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হলেও, মূল অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন এখনও অধরা।