স্বর্ণ ব্যবসায়ী খুন: ফরেনসিকে BDO-র গাড়ি ও অভিযুক্তদের ফোন, তদন্তের কেন্দ্রে এবার খোদ BDO-র মোবাইল

নিউটাউনের যাত্রাগাছিতে স্বর্ণ ব্যবসায়ী অপহরণ ও খুনের ঘটনায় এবার তদন্তের কেন্দ্রবিন্দুতে উঠে এলেন জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও (BDO) প্রশান্ত বর্মণ। এই ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তি—রাজু ঢালী ও তুফান থাপার মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, এই দুই অভিযুক্তের কল রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। খুনের পর তাঁরা কোথায় কোথায় গিয়েছিল এবং কার কার সঙ্গে যোগাযোগ করেছিল, সেই তালিকা তৈরি করা হয়েছে।
অপরাধে ব্যবহৃত নীল বাতির গাড়ি
তদন্তে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে অপহরণ ও খুনে ব্যবহৃত গাড়িটি নিয়ে। এটি সরকারি প্রশাসনিক গাড়ি, যাতে নীল বাতি লাগানো ছিল। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, খুনের পর দেহ লোপাটের জন্য এই গাড়িটিই ব্যবহার করা হয়।
সূত্রের দাবি, অভিযুক্ত চালক রাজু ঢালী ২৯ তারিখ এই একই গাড়িতে করেই বিডিও প্রশান্ত বর্মণকে এয়ারপোর্টে ছাড়তে গিয়েছিলেন। গোয়েন্দারা ইতিমধ্যেই ওই বিডিও-র গাড়ি থেকে রক্তের নমুনা সংগ্রহ করে ফরেনসিকে পাঠিয়েছে। সিসিটিভি ফুটেজেও নিউটাউনের ফ্ল্যাট থেকে দ্রুত গতিতে বেরিয়ে যাওয়া ‘নীল বাতি’ লাগানো একটি গাড়ি যাত্রাগাছি খালের দিকে যেতে দেখা গেছে। পুলিশের সন্দেহ, এটি বিডিও প্রশান্ত বর্মণের গাড়ি।
এই ঘটনার জেরে এবার গোয়েন্দাদের নজর ঘুরেছে খোদ বিডিও প্রশান্ত বর্মণের মোবাইল ফোনের দিকেও। বিডিও-র মোবাইল ফোন বাজেয়াপ্ত করে তার কল রেকর্ড এবং যোগাযোগের তথ্য খতিয়ে দেখা হবে বলে জানা গেছে।