“BLO-দের বেঁধে রাখব…”-TMC নেতার ভিডিও পোস্ট শুভেন্দুর, FIR-এর দাবি BJP-র

তৃণমূলের কোচবিহার জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মণকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক শুরু হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার ‘এক্স’-এ একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে গিরীন্দ্রনাথ বর্মণকে একটি বিতর্কিত মন্তব্য করতে শোনা যাচ্ছে।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে তৃণমূল নেতা গিরীন্দ্রনাথকে বলতে শোনা যায়, “বিএলওরা যদি ২০০০ সালের সম্পূর্ণ ভোটার তালিকা না আনেন, আমরা তাকে বেঁধে রাখব। অভিষেক আমাদের নির্দেশ দিয়েছেন।” তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে সরকারি কর্মচারীকে এই ধরনের প্রকাশ্যে হুমকি দেওয়ার ঘটনায় রাজ্য রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে।

বিজেপির এফআইআর-এর দাবি:

প্রধান বিরোধী দল বিজেপি এই মন্তব্যকে ‘উদ্দেশ্যপ্রণোদিত হুমকির ধারাবাহিকতা’ হিসেবে অভিযোগ করেছে। তাদের দাবি, বিএলওদের ভয় দেখিয়ে এসআইআর (SIR)-এর কাজে বাধা দেওয়ার পরিকল্পনা করছে তৃণমূল।

এই ঘটনার জেরে বিজেপি নেতারা মুখ্য নির্বাচনী আধিকারিককে (CEO) একটি লিখিত অনুরোধপত্র জমা দিয়েছেন। এবং তৎক্ষণাৎ গিরীন্দ্রনাথ বর্মণের বিরুদ্ধে সরকারি কর্মচারীকে হুমকি দেওয়ার অভিযোগে এফআইআর (FIR) দায়ের করার দাবি জানিয়েছেন। বিজেপির যুক্তি, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে এই ধরনের প্রকাশ্য হুমকি শারীরিক আক্রমণের পর্যায়ে পৌঁছতে পারে।

এসআইআর নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি:

গত সোমবার নির্বাচন কমিশন রাজ্যে এসআইআর (Special Identity Register)-এর প্রক্রিয়া শুরু করার পর থেকেই রাজ্য রাজনীতি সরগরম। তৃণমূলের দাবি, ২০২৬ সালের বিধানসভা ভোটে ফায়দা নিতে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার উদ্দেশ্যেই এসআইআর চালু করা হচ্ছে। এরই মাঝে তৃণমূল নেতার এমন মন্তব্য রাজ্য-রাজনীতির বিতর্ককে আরও উসকে দিল।