উল্টোডাঙার হোটেলে কলকাতা পুলিশের হানা! পাচারের উদ্দেশ্য, এক তরুণী ও নাবালিকাকে উদ্ধার করল অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট

কলকাতার উল্টোডাঙা এলাকার একটি হোটেলে হানা দিয়ে এক তরুণী এবং এক নাবালিকাকে উদ্ধার করল কলকাতা পুলিশের গোয়েন্দা দফতরের অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট (AHTU)। পুলিশের অভিযোগ, পাচারের উদ্দ্যেশ্যে ওই দু’জনকে নিয়ে আসা হয়েছিল এবং তাঁদের দেহ ব্যবসায় নামানোর উদ্দ্যেশ্যেই পাচার করা হচ্ছিল।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে উল্টোডাঙার গুরুদাস দত্ত লেনের একটি হোটেলে এই অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে চব্বিশ বছরের ওই তরুণী এবং ১৫ বছরের এক নাবালিকা ছিল।

৫০০০ টাকার জাল নোট সহ ৫ পাচারকারী গ্রেফতার
এই ঘটনায় এক নাবালিকা সহ মোট ৫ জন পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, ধৃত নাবালিকাও এই পাচার চক্রের সঙ্গে যুক্ত। হোটেলের দুটি ঘর থেকে এই নাবালিকা এবং তরুণীকে উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ ৫০০০ টাকার জাল নোট, কন্ডোম সহ বিভিন্ন সামগ্রীও বাজেয়াপ্ত করে।

পুলিশের দাবি, এই পাচার চক্রের মূল পাণ্ডা শুভ্রজ্যোতি বিশ্বাস নামে এক ব্যক্তি, যিনি উত্তর দিনাজপুরের কুশমুণ্ডি এলাকার বাসিন্দা, তাঁকেও ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়াও ধৃতদের মধ্যে রয়েছে:

হোটেলের ম্যানেজার হিমাংশু সিং (বিহারের সিসওয়ান জেলার বাসিন্দা)

পূর্ব মেদিনীপুরের এগরার দুই বাসিন্দা

একজন নাবালিকা (যাকে পাচার চক্রের সঙ্গে যুক্ত বলে দাবি পুলিশের)

উদ্ধার হওয়া নাবালিকাকে পুলিশ হোমে পাঠিয়েছে। অন্যদিকে, উদ্ধার হওয়া তরুণী বাড়ি ফিরে গিয়েছেন।

ধৃত নাবালিকাকে এদিনই জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে পেশ করা হয় এবং বাকি অভিযুক্তদেরও আদালতে পেশ করেছে পুলিশ। ঘটনার পর হোটেলটি তালাবন্ধ করে দিয়েছে পুলিশ।