বুথ থেকে গায়েব BLO-এর বাবা-মায়ের নাম! বিশাল গরমিলের প্রমাণ দেখিয়ে কমিশনকে কোণঠাসা করল তৃণমূল

রাজ্যে স্পেশাল সামারি রিভিশন (এসআইআর) বা ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হতেই নির্বাচন কমিশনকে বড়সড় অস্বস্তিতে ফেলল তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে চাঞ্চল্যকর অভিযোগ করা হয়েছে যে রাজ্যের বিভিন্ন জেলায়, বিশেষত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বাঙালি ভোটারদের নাম উদ্দেশ্যপ্রণোদিতভাবে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই ঘটনাকে তৃণমূল নেতা কুণাল ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুরে ‘সাইলেন্ট ইনভিজিবল রিগিং’ বা চুপি চুপি কারচুপি বলে দাবি করেছেন।
আজ তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে দলের মুখপাত্র কুণাল ঘোষ নথি দেখিয়ে দাবি করেন, ২০০২ সালের ভোটার তালিকার হার্ড কপি এবং বর্তমানে ওয়েবসাইটে আপলোড করা কপির মধ্যে ভোটার সংখ্যায় ব্যাপক গরমিল রয়েছে। এই সংক্রান্ত তথ্যপ্রমাণ তুলে ধরে নির্বাচন কমিশনে চিঠিও দিয়েছে তৃণমূল।
যে জেলাগুলিতে এই গরমিল সামনে আনা হয়েছে, তার মধ্যে রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার ও উত্তর ২৪ পরগনা। তৃণমূলের পেশ করা তথ্য অনুযায়ী, কোচবিহারের নাটাবাড়ি ও মাথাভাঙা বিধানসভা কেন্দ্রের একাধিক বুথে ২০০২ সালের তুলনায় বর্তমান তালিকায় প্রায় ৪০০ থেকে ৫০০ নাম এক কথায় উধাও। উদাহরণস্বরূপ, মাথাভাঙা বিধানসভা কেন্দ্রের বুথ নম্বর ১৬০-এর তালিকা থেকে ৪১৭ থেকে ৮৪১ পর্যন্ত নামগুলি নেই। আরও মারাত্মক অভিযোগ, আলিপুরদুয়ারের মাঝেরডাবরিতে এক বুথ লেভেল অফিসারের (বিএলও) বাবা, মা এবং ভাইয়ের নামও তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তালিকা থেকে এই বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ যাওয়ার বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে জোরালো প্রশ্ন তুলেছে তৃণমূল। এই রিপোর্ট লেখা পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।