আর শোনা যাবে না ‘হাম আংরেজো কে জামানে কে জেলের হ্যায়’! প্রয়াত হলেন কিংবদন্তি অভিনেতা গোবর্ধন অসরানি

জনপ্রিয় চলচ্চিত্র ব্যক্তিত্ব গোবর্ধন অসরানি (Govardhan Asrani) প্রয়াত হয়েছেন। গত ২০ অক্টোবর, ২০২৫, দীপাবলির দিন মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অসরানির মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র জগতের এক অপূরণীয় ক্ষতি হলো।
দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সিনেমায় অসামান্য অবদান রেখেছিলেন অসরানি। তাঁকে মূলত একজন কিংবদন্তি কৌতুক অভিনেতা হিসেবে মনে রাখা হয়। জয়পুরের এক সিন্ধি হিন্দু পরিবারে তাঁর জন্ম হয়েছিল ১৯৪১ সালের ১ জানুয়ারি। অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার পর তিনি পুণের এফটিটিইআই (FTII) থেকে প্রশিক্ষণ নেন। তাঁর অভিষেক হয় ১৯৬৭ সালে, তবে ১৯৭১ সালের ‘গুড্ডি’ ছবিতে কাজ করার পর তিনি একজন প্রতিষ্ঠিত অভিনেতা হিসেবে পরিচিতি লাভ করেন।
১৯৭৫ সালের কাল্ট-ক্লাসিক ছবি ‘শোলে’-তে জেলেরের চরিত্রে তাঁর সংলাপ ডেলিভারি এবং বিশেষ স্টাইল তাঁকে অমর করে তুলেছে। ‘চুপকে চুপকে’, ‘নমক হারাম’, ‘নিকাহ’ এবং ‘ওয়েলকাম’-এর মতো সিনেমায় তাঁর চরিত্রগুলিও অত্যন্ত স্মরণীয়। তিনি হিন্দি ও গুজরাটি মিলিয়ে ৩৫০টিরও বেশি ছবিতে কাজ করেছেন।
বহুমুখী প্রতিভার অধিকারী: অসরানি অভিনেতা ছাড়াও সফল পরিচালক (প্রথম ছবি ‘ওস কি বুন্দ’, ১৯৭৭), গায়ক ও লেখক হিসেবেও কাজ করেছেন। অভিনেতা রাজেশ খান্নার সঙ্গে তাঁর বিশেষ সম্পর্ক ছিল এবং তাঁরা প্রায় ২৫টি ছবিতে একসঙ্গে কাজ করেন। তিনি ছোট পর্দাতেও ‘হাম পাঁচ’, ‘শ্রীমান-শ্রীমতী’ এবং ‘দেখ ভাই দেখ’-এর মতো জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করে খ্যাতি অর্জন করেন।
তাঁর কমেডি অভিনয়ে অশ্লীলতা বা দ্বৈত অর্থের কোনো স্থান ছিল না। কিংবদন্তি অভিনেতা গোবর্ধন অসরানি তাঁর কাজের মাধ্যমে দর্শকদের মুখে হাসি ফুটিয়েছেন। তাঁর প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র জগতে এক যুগের অবসান হলো, কিন্তু তাঁর শিল্পকর্মের অমলিন ছাপ চিরকাল রয়ে যাবে।