ভোটার তালিকা সংশোধনের দায়িত্বে ‘তৃণমূল নেতা’! বিস্ফোরক শুভেন্দু, কমিশনের নিরপেক্ষতা নিয়ে উঠল বড় প্রশ্ন

আসন্ন ভোটের আগে ফের নির্বাচন কমিশনের কাজের নিরপেক্ষতা নিয়ে বড়সড় প্রশ্ন তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি ডায়মন্ড হারবারের এক বুথ লেভেল অফিসার (বিএলও)-এর সরাসরি রাজনৈতিক পরিচয় ফাঁস করে তোলপাড় ফেলে দিয়েছেন।
ঠিকুজি প্রকাশ শুভেন্দুর: শুভেন্দু অধিকারী তাঁর পোস্টে দাবি করেন, ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের ৮৭ নম্বর বুথের বিএলও হিসেবে কাজ করছেন মহম্মদ আলাউদ্দিন মোল্লা। কিন্তু তাঁর আসল পরিচয় আরও গভীর। বিরোধী দলনেতার অভিযোগ, আলাউদ্দিন মোল্লা কেবল সরকারি প্রতিনিধিই নন, তিনি তৃণমূল কংগ্রেসের সরিসা অঞ্চল সভাপতির পদও সামলান। এখানেই শেষ নয়, শুভেন্দু আরও দাবি করেন যে, আলাউদ্দিন মোল্লার স্ত্রী লিয়ালা বিবিও তৃণমূলের সক্রিয় সদস্যা এবং তিনি ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের নির্বাচিত প্রার্থী।
কমিশনের কাছে সরাসরি আর্জি: এই ‘রাজনৈতিক’ বিএলও-কে অবিলম্বে অপসারণের দাবি জানিয়ে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) কাছে সরাসরি অনুরোধ করেছেন। নিজের পোস্টে তিনি লেখেন, “আমি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অনুরোধ করব, এই রকম রাজনৈতিক প্রভাব ও পরিচয় সম্পন্ন বিএলও-দের দয়া করে সরিয়ে দিন। এদেরকে তৃণমূলের হয়ে কাজ করার জন্য নিয়োগ করা হয়েছে।”
শুভেন্দুর স্পষ্ট মত, এই ধরনের ব্যক্তিদের অপসারণ করতে পারলেই রাজ্যের শাসক দলকে ভোটার তালিকায় প্রভাব খাটানো থেকে নিস্ক্রিয় করা যাবে।
তদন্তে নামল কমিশন: বিরোধী দলনেতার এই গুরুতর অভিযোগকে গুরুত্ব সহকারে গ্রহণ করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। সূত্রের খবর, ইতিমধ্যেই ডায়মন্ড হারবারের জেলাশাসকের কাছ থেকে অভিযুক্ত বিএলও মহম্মদ আলাউদ্দিন মোল্লা সম্পর্কিত বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে।
শুভেন্দু শিবিরের দাবি, কোনও বিএলও-র যদি সরাসরি রাজনৈতিক পরিচয় থাকে, তবে তাঁর মাধ্যমে ভোটার তালিকার তথ্য সংগ্রহ কখনোই নিরপেক্ষ হতে পারে না। তাই, কমিশনের দ্রুত পদক্ষেপই এই মুহূর্তে সবচেয়ে জরুরি। ভোটার তালিকার বিশেষ পরিমার্জন (SIR)-এর প্রস্তুতি শুরু হওয়ার মুখেই এই ঘটনায় রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।