রাস্তার উপর দাঁড়িয়ে থাকা অটোয় চাদরে মোড়া মহিলার দেহ উদ্ধার, রহস্যজনক খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য

কর্ণাটকের বেঙ্গালুরুতে এক চাঞ্চল্যকর খুনের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। শহরের তিলকনগর মেন রোডের উপর দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশার ভিতর থেকে শনিবার (২৫ অক্টোবর) এক অজ্ঞাতপরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বিছানার চাদরে মোড়ানো অবস্থায় দেহটি পাওয়ায় ঘটনাকে ঘিরে রহস্য আরও দানা বেঁধেছে।

কী ঘটেছিল? জানা গেছে, শনিবার বিকেল ৪টা নাগাদ স্থানীয় বাসিন্দারা প্রথম অটোরিকশাটির ভিতরে চাদরে মোড়া কিছু একটা দেখতে পান। সন্দেহ হওয়ায় তাঁরা সঙ্গে সঙ্গে তিলকনগর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং চাদর সরিয়ে দেখতে পায় এক মহিলার দেহ রাখা আছে।

পুলিশ সূত্রে খবর, মৃতার নাম সালমা (৩৫)। তিনি চার সন্তানের জননী এবং কিছুদিন আগেই তাঁর স্বামীর মৃত্যু হয়েছিল। প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, সালমার মাথায় কোনও ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছিল।

খুনের পদ্ধতি ও পুলিশের অনুমান: পুলিশের অনুমান, খুনের পর অভিযুক্ত ব্যক্তি প্রমাণ লোপাটের উদ্দেশ্যে বিছানার চাদরে মুড়িয়ে দেহটি এনে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অটোর ভিতরে রেখে দ্রুত চম্পট দেয়। সন্দেহের তীর মৃতের কোনও পরিচিত ব্যক্তির দিকেই। তবে ঠিক কী কারণে ওই মহিলাকে এমন নৃশংসভাবে খুন করা হলো, তা এখনও স্পষ্ট নয়। স্বামীর মৃত্যুর সঙ্গে এই ঘটনার কোনও যোগসূত্র আছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।

তদন্তের গতি: গতকাল দেহ উদ্ধারের পরপরই তিলকনগর থানার পুলিশ এবং ফরেনসিক দল ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ এবং সময় নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানিয়েছে, দ্রুত অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করা হবে। গোটা বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তিলকনগর থানা।