OMG! মোবাইল ফোনে কথা বলায় পড়ুয়াকে লাথি, অভিযোগ সংস্কৃত শিক্ষকের বিরুদ্ধে

বাবা-মায়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার ‘অপরাধে’ এক খুদে পড়ুয়াকে বেধড়ক মারধর করার গুরুতর অভিযোগ উঠল স্কুলের সংস্কৃত শিক্ষকের বিরুদ্ধে। কর্ণাটকের চিত্রদূর্গ জেলার একটি আবাসিক বেদ স্কুলের এই নৃশংস ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মারধরের এই ঘটনা ক্যামেরাবন্দী হয়েছে এবং ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর থেকেই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিতে স্কুলের সামনে বিক্ষোভ দেখিয়েছেন অভিভাবকরা।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে চিত্রদূর্গ জেলার নয়াকানাহাট্টি এলাকার শ্রীগুরু টিপ্পেস্বামী মন্দিরের আবাসিক বেদ স্কুলে। অভিযুক্ত শিক্ষকের নাম বীরেশ হিরেমথ।
অভিযোগ, ওই খুদে পড়ুয়া যখন তার বাবা-মায়ের সঙ্গে ফোনে কথা বলছিল, ঠিক তখনই শিক্ষক বীরেশ হিরেমথ তাকে ধরে প্রথমে বকাবকি শুরু করেন। এরপর তিনি শিশুটিকে বেধড়ক মারধর করেন এবং মাটিতে ফেলে লাথিও মারা হয় বলে অভিযোগ। প্রকাশ্যে আসা ভিডিয়োতেও দেখা যাচ্ছে শিক্ষক কিভাবে ওই পড়ুয়াকে মারধর করছেন। এমনকি, ওই ছাত্রটির হাতে আঘাত লাগার পরেও শিক্ষক থামেননি বলে জানা গিয়েছে।
পুলিশের তৎপরতা ও মন্ত্রীর আশ্বাস:
এই ঘটনার পর মঙ্গলবারই মন্দিরের এক্সিকিউটিভ অফিসার গঙ্গাধর নয়াকানাহাট্টি থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তবে মামলা রুজু হওয়ার পর থেকেই অভিযুক্ত শিক্ষক বীরেশ হিরেমথ পলাতক। তাঁকে ধরার জন্য অভিযান শুরু করেছে পুলিশ। আধিকারিকরাও স্কুল পরিদর্শনের পাশাপাশি তদন্ত শুরু করেছেন।
কর্ণাটকের মহিলা এবং শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী লক্ষ্মী হেব্বালকর এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং শিক্ষকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন। তিনি দপ্তরের আধিকারিকদের দ্রুত ঘটনার তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, এ ধরনের ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না।