‘কারও ক্ষমতা নেই ভোট থেকে নাম বাদ দেয়’! আলটিমেটাম দিয়ে পুরনো মেজাজে ফিরলেন অনুব্রত মণ্ডল

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। এই আবহে ভোটার তালিকার বিশেষ সংশোধনের (SIR) প্রস্তুতি চলছে জোর কদমে। তার সঙ্গেই শুরু হয়েছে রাজনৈতিক দলগুলির মধ্যে তীব্র তর্জন-গর্জন, হুমকি-হুঁশিয়ারি। এই পরিস্থিতিতে ফের একবার পুরনো মেজাজে ফিরে আলটিমেটাম দিলেন বীরভূমের তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল।

লাভপুরে বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে অনুব্রত মণ্ডল বিজেপিকে সরাসরি নিশানা করে বলেন, “কারও ক্ষমতা নেই ভোটে নাম বাদ দেয়। আমরা উড়ে এসে জুড়ে বসিনি। আমরা বাংলাদেশ থেকে আসিনি। ক্ষমতা নেই বিজেপি সরকারের ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেবে।”

অন্যদিকে, লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ বলেন, “যেদিন থেকে BLO-রা কাজ শুরু করবেন, সেদিন থেকে BLA-দেরও BLO-দের সঙ্গে বাড়ি বাড়ি ঘুরতে হবে। সমস্যা হলে সেখানেই সমাধান করতে হবে, প্রতিবাদ করতে হবে।”

বিহার কিংবা বাংলার বিধানসভা ভোটে যে অনুপ্রবেশকেই বড় ইস্যু করতে চাইছে বিজেপি, তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথাতেই স্পষ্ট। অমিত শাহ সম্প্রতি নির্বাচন কমিশনের পদক্ষেপকে সমর্থন করে বলেন, “শুধু বিহার নয়, গোটা দেশের ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের বের করে দেওয়া হোক।”

বিরোধীরা যখন দাবি করছে SIR-এর মাধ্যমে বিজেপি তাদের জয় নিশ্চিত করতে চাইছে, তখন বিজেপি নেতারা বলছেন, SIR হলে অন্তত ১ কোটি অবৈধ ভোটারের নাম বাদ যাবে।

এই আবহে তৃণমূলের সব স্তরের নেতারাই এখন উচ্চগ্রামে কথা বলছেন। রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারী ফের একবার SIR না হলে ভোট নয় এবং রাষ্ট্রপতি শাসনের কথা তুলেছেন। পাল্টা, তৃণমূলের হুঁশিয়ারি, একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে রক্তগঙ্গা বইবে।

দুই দলের এই চরম চাপানউতোরের আবহে রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল অবশ্য সুষ্ঠুভোটের পক্ষেই সওয়াল করেছেন। তবে ভোটের বাদ্যি বাজার আগেই এই ধরনের হুঁশিয়ারি রাজ্যের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলেছে।