মন্ত্রিসভা সম্প্রসারণের আগেই গুজরাট BJP-তে চরম উত্তেজনা! ‘দল যা করবে, তাতেই ভরসা আছে’: মন্তব্য বিধায়ক লাভিনজি ঠাকোরের

গুজরাট মন্ত্রিসভার সম্প্রসারণের জন্য মনোনীত মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠানের আগে রাজ্য বিজেপির অন্দরে তৈরি হওয়া নানা জল্পনার মাঝেই গুরুত্বপূর্ণ বার্তা দিলেন বিজেপি বিধায়ক লাভিনজি ঠাকোর। মন্ত্রিপরিষদে স্থান পাওয়া নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চললেও, তিনি দলের সিদ্ধান্তের ওপর সম্পূর্ণ আস্থা রাখার কথা জানিয়েছেন।
শপথ অনুষ্ঠানের প্রাক্কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে লাভিনজি ঠাকোর বলেন, “বিজেপির উপর আমার সম্পূর্ণ আস্থা আছে।”
মন্ত্রিসভা সম্প্রসারণ ঘিরে বিজেপির অন্দরে সম্ভাব্য রদবদল এবং নতুন মুখের আগমন নিয়ে যখন রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে, তখন লাভিনজি ঠাকোরের এই মন্তব্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।
ধারণা করা হচ্ছে, গুজরাট মন্ত্রিসভার এই সম্প্রসারণে দলগত ভারসাম্য রক্ষা করে এবং আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে নতুন মুখদের সুযোগ দেওয়া হতে পারে। সেই প্রেক্ষাপটে লাভিনজি ঠাকোরের এমন মন্তব্য ইঙ্গিত দেয় যে, দলের সিদ্ধান্ত যেদিকেই যাক, গুজরাট বিজেপি নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে তা মেনে নিতে প্রস্তুত।