নথিহীন হওয়ার যন্ত্রণা, অসমের বন্যায় সব হারিয়ে কারাবন্দী পরিবার, পাশে দাঁড়িয়েছিলেন বিজেপি নেতা দেবদত্ত মাজি

উত্তরবঙ্গে সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যখন হাজার হাজার মানুষ নথিহীন হয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন, ঠিক তখনই ২০১৫ সালের অসমের এক মর্মান্তিক ঘটনা সামনে এল। সেবার বন্যায় সব নথি হারিয়ে ফেলার কারণে ৯৫ বছর বয়সী বরোদা সুন্দরী দেবীর পরিবারকে কারাগারে যেতে হয়েছিল। তাদের পাশে দাঁড়িয়ে আইনি লড়াই লড়েছিলেন বিজেপি নেতা ও সিংহবাহিনী সংগঠনের প্রতিষ্ঠাতা দেবদত্ত মাজি (Debdutta Maji)।

নথিহীনতার শিকার বরোদা সুন্দরী দেবীর পরিবার:

২০১৫ সালে অসমে ভয়াবহ বন্যার সময় বরোদা সুন্দরী দেবীর বয়স ছিল ৯৫ বছর। বন্যায় তাঁদের বাড়ি ভেসে গিয়েছিল, যার ফলে পরিবারের সমস্ত নথিপত্র হারিয়ে যায়। সেই সময় তাঁর ছেলে, গর্ভবতী পুত্রবধূ এবং নাতনীর কোনো বৈধ নথি না থাকায় তৎকালীন কংগ্রেস সরকার তাঁদের কারাগারে আটক করেছিল।

এই অসহায় হিন্দু পরিবারের পাশে তখনই এসে দাঁড়ান বিজেপি নেতা দেবদত্ত মাজি। তিনি তাঁদের হয়ে আদালতে মামলা লড়েন এবং তাঁর প্রচেষ্টাতেই ওই পরিবার জেল থেকে মুক্তি পায়।

দেবদত্ত মাঝির বার্তা:

সম্প্রতি এই মানবিক ঘটনাটি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তুলে ধরেছেন দেবদত্ত মাজি। তিনি জানান, যখনই কোনো হিন্দু পরিবার অসহায় হয়ে তাঁর কাছে এসেছেন, তাঁদের খালি হাতে ফিরতে হয়নি। বরোদা সুন্দরী দেবীর পরিবারের কষ্টের নিবারণ করতে পেরে তিনি তৃপ্ত।

যদিও বরোদা সুন্দরী দেবী আজ আর নেই, তাঁর স্মৃতি অমলিন হয়ে আছে দেবদত্ত মাঝির হৃদয়ে। এই ঘটনাটি উত্তরবঙ্গের বর্তমান দুর্যোগের আবহে, নথিপত্র হারানোর ভয় এবং অসহায়তা নিয়ে মানুষের উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে।