১ টাকার টোকেন চার্জে BSNL-এর বাম্পার প্ল্যান! এক মাস আনলিমিটেড কলিং ও ফ্রি ডেটা, কীভাবে পাবেন?

দিওয়ালি উপলক্ষে গ্রাহকদের জন্য এক্কেবারে ধামাকাদার ‘বোনানজা প্ল্যান’ নিয়ে হাজির হল সরকারি টেলিকম সংস্থা BSNL। এবার নতুন গ্রাহকদের জন্য বিনামূল্যে সিম কার্ডের সঙ্গে এক মাসের রিচার্জ পরিষেবাও সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। চমক এখানেই শেষ নয়, এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ২ GB করে হাই স্পিড ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং দৈনিক ১০০টি SMS-এর মতো সমস্ত গুরুত্বপূর্ণ সুবিধা পাবেন।

BSNL-এর ‘দিওয়ালি বোনানজা প্ল্যান’-এ কী কী সুবিধা?

সম্প্রতি BSNL ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, সংস্থা নতুন গ্রাহকদের আকৃষ্ট করতে ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে এই বিশেষ ৪G পরিষেবা বিনামূল্যে প্রদান করবে। যদিও নামমাত্র ১ টাকা টোকেন চার্জ নেওয়া হবে। এই দীপাবলি বোনানজা প্ল্যানে নতুন গ্রাহকরা নিম্নলিখিত সুবিধাগুলি পাবেন:

সম্পূর্ণ বিনামূল্যে নতুন BSNL সিম কার্ড।

নামমাত্র ১ টাকা টোকেন চার্জে এক মাসের জন্য সম্পূর্ণ ফ্রি ৪G পরিষেবা।

আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধা।

প্রতিদিন ২ GB করে হাই-স্পিড ডেটার সুবিধা।

প্রতিদিন ১০০টি করে SMS-এর সুবিধা।

কীভাবে পাবেন এই BSNL-এর বাম্পার অফার?

BSNL-এর এই আকর্ষণীয় দিওয়ালি বোনানজা প্ল্যানটি পেতে হলে গ্রাহককে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করতে হবে:

১. প্রথমে আপনার নিকটবর্তী BSNL গ্রাহক পরিষেবা কেন্দ্র বা রিটেল স্টোরে যান। ২. সেখানে আপনার আধার কার্ড-সহ অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট সঙ্গে রাখুন। ৩. দিওয়ালি বোনানজা প্ল্যানের জন্য কাউন্টারে মাত্র ১ টাকা টোকেন চার্জ দিন। ৪. প্রয়োজনীয় কেওয়াইসি (KYC) সম্পন্ন করার পর বিনামূল্যে সিম সংগ্রহ করে নিন। ৫. মোবাইলে সিম ঢোকানোর সঙ্গে সঙ্গেই আপনার বিনামূল্যে পরিষেবা চালু হয়ে যাবে।

উল্লেখ্য, গ্রাহকদের দ্রুত সংযোজনের ক্ষেত্রে BSNL সম্প্রতি এয়ারটেলকে টেক্কা দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। আগস্ট মাসে সংস্থা প্রায় ১২.৩৮ লক্ষেরও বেশি নতুন মোবাইল গ্রাহক যুক্ত করেছে। দেশের মোট টেলিফোন গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাওয়ার পিছনে BSNL-এর ভূমিকা বিশাল। তাই সুযোগ হাতছাড়া না করে অফার নিতে আগ্রহী গ্রাহকরা অবিলম্বে নিকটবর্তী BSNL রিটেল স্টোরে যোগাযোগ করতে পারেন। বিস্তারিত জানতে BSNL-এর হেল্পলাইন নম্বর ১৮০০-১৮০-১৫০৩-তে ফোন করতে পারেন অথবা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট bsnl.co.in দেখতে পারেন।