জুবিন আবেগে অগ্নিগর্ভ অসমের বাকসা! পুলিশের গাড়ি পুড়িয়ে, ইট-বৃষ্টিতে রণক্ষেত্র; ইন্টারনেট বন্ধ

জনপ্রিয় শিল্পী জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুতে উত্তাল অসমের বাকসা জেলা। এই ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে আদালতে তোলার সময় তীব্র জনরোষের মুখে পড়ল পুলিশ। ক্ষুব্ধ জনতা অভিযুক্তদের সংশোধনাগারে নিয়ে আসার সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে তুমুল ইটবৃষ্টি করে এবং একটি পুলিশ ভ্যানে আগুন ধরিয়ে দেয় বলে খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে।

এই সংঘর্ষে পুলিশকর্মী ও কর্তব্যরত সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। জনতাকে ছত্রভঙ্গ করতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় বাকসা জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। গোটা পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে অসম প্রশাসন। জুবিন গর্গের মৃত্যু ঘিরে তৈরি হওয়া গণ-আবেগ ও উত্তেজনা বর্তমানে জেলার আইনশৃঙ্খলাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।