মহিলা যাত্রীর ফোন ছিনতাই করলেন RPF অফিসার! প্ল্যাটফর্মে দাঁড়িয়েই দিলেন চরম শিক্ষা, তুমুল ভাইরাল সেই ভিডিও

ট্রেনের জানালায় বসে ফোনে কথা বলার অভ্যাস বহু যাত্রীরই আছে, কিন্তু এই সামান্য অসতর্কতা যে কতটা ভয়ঙ্কর হতে পারে, সেটাই একটি সোজাসাপটা ঘটনা দিয়ে দেখালেন এক আরপিএফ (RPF) আধিকারিক। সম্প্রতি এমন একটি ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে, যেখানে ওই আধিকারিককে কার্যত ‘সুপারহিরো’-র মর্যাদা দেওয়া হচ্ছে।
ঘটনাটি ঘটেছিল একটি স্টেশনে, যেখানে স্লিপার শ্রেণিতে সফররত এক মহিলা জানালার ধারে বসে ফোনে কথা বলছিলেন। ট্রেনটি তখন স্টেশনে দাঁড়িয়ে। মহিলা তখন একেবারেই বেখেয়াল।
ফোন ছিনিয়ে নিলেন আরপিএফ অফিসার!
এই সময় দেখা যায়, একজন আরপিএফ আধিকারিক নিঃশব্দে তাঁর দিকে এগিয়ে আসেন। কিছু বুঝে ওঠার আগেই, ওই আধিকারিক মহিলার হাত থেকে মোবাইল ফোনটি এক লহমায় ছিনিয়ে নেন!
হাত থেকে ফোন চলে যাওয়ায় মহিলা সঙ্গে সঙ্গে চেঁচিয়ে ওঠেন এবং আতঙ্কিত হয়ে অফিসারকে ফোনটি ফেরত দেওয়ার জন্য অনুরোধ করেন।
কিন্তু মজার বিষয় হলো, ফোনটি ছিনিয়ে নিয়ে ওই ব্যক্তি পালিয়ে যাননি, বরং প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে ছিলেন। কিছুক্ষণ পর তিনি ফোনটি মহিলাকে ফেরতও দিয়ে দেন।
গুরুত্বপূর্ণ বার্তা: অসতর্কতাই চুরির সুযোগ
ফোন ফেরত দেওয়ার পর ওই আরপিএফ আধিকারিক মহিলাকে বোঝান, কেন তিনি এমনটা করলেন। তিনি বলেন, এই ধরনের অসতর্কতার ফলেই বিভিন্ন সময়ে চোরেদের প্ল্যাটফর্ম থেকে ট্রেনের জানালায় বসা যাত্রীর কাছ থেকে ফোন ছিনিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়।
ওই অফিসার স্পষ্ট করে দেন, রেল সুরক্ষা বাহিনী (RPF) সব সময় থাকলেও, যাত্রীকে নিজে থেকেই সতর্ক থাকতে হবে। এই সতর্কতা অবলম্বন করলেই চুরির হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব।
এই পুরো ঘটনাটিই ক্যামেরাবন্দি হয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়। ভিডিওটি দ্রুত হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যায়। আরপিএফ আধিকারিকের এই অভিনব উপায়ে সতর্ক করার কৌশলকে নেটিজেনরা বিপুলভাবে প্রশংসা করেছেন এবং তাঁকে ‘সুপারহিরো’ বলে বাহবাও জানিয়েছেন।