‘দ্য পিস প্রেসিডেন্ট’! নোবেল শান্তি পুরস্কার পেতে মরিয়া ট্রাম্প, ২০২৫-এ তাঁর ভাগ্যে শিকে ছিঁড়বে? দেখুন সম্ভাব্য তালিকা

হোয়াইট হাউসে দ্বিতীয় বার ফেরার পর থেকেই যেন নোবেল শান্তি পুরস্কারের জন্য মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করে চলেছেন তিনি। পুরস্কার ঘোষণার ঠিক আগেই হোয়াইট হাউসের তরফে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি ছবি পোস্ট করে লেখা হয়— ‘দ্য পিস প্রেসিডেন্ট!’ এই পোস্টটি যথেষ্ট ইঙ্গিতবহ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তবে ২০২৫ সালে তাঁর ভাগ্যে কি শিকে ছিঁড়বে? আজই জানা যাবে সেই উত্তর।
ট্রাম্পের সম্ভাবনা কি ক্ষীণ?
ইতিমধ্যে এ বছর চিকিৎসাশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়ন এবং সাহিত্যে নোবেলজয়ীদের নাম ঘোষণা হয়ে গিয়েছে। আজ ঘোষণা হবে নোবেল শান্তি পুরস্কারপ্রাপকের নাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুরস্কার পাওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা চলছে অনেক দিন ধরেই, যা উস্কে দিয়েছেন ট্রাম্প নিজেই।
তবে ওয়াকিবহাল মহলের একাংশের মতে, বেশ কয়েকটি আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টায় জড়িত থাকা সত্ত্বেও, সময়সীমার কারণে ট্রাম্পের পুরস্কার পাওয়ার সম্ভাবনা এবার কমই। নোবেল পুরস্কার ঘোষণার ঠিক দু’দিন আগেই ট্রাম্প গাজা শান্তিচুক্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে ইজরায়েল ও হামাস উভয়কে সই করানোর দাবি করলেও, পাঁচ সদস্যের কমিটি সোমবার তাদের চূড়ান্ত আলোচনা করে ফেলেছে। তাই এবার আর ট্রাম্পের নাম আসবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
সম্ভাব্য তালিকায় উল্লেখযোগ্য কারা?
২০২৫ সালের শান্তি পুরস্কারের জন্য মোট ৩৩৮ জন ব্যক্তি এবং সংস্থাকে মনোনীত করা হয়েছে। যদিও নোবেল কমিটি এই তালিকা প্রকাশ করে না, তবে গণমাধ্যমে কয়েকটি নাম নিয়ে জোর আলোচনা চলছে। টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্ট অনুসারে, অসলোতে বেশ কয়েকটি সম্ভাব্য নাম নিয়ে আলোচনা হয়েছে:
উলিয়া নাভালনায়া: প্রয়াত রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির বিধবা স্ত্রী।
সুদানের একটি স্বেচ্ছাসেবক গোষ্ঠী: যারা যুদ্ধ ও দুর্ভিক্ষ বিধ্বস্ত দেশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
আন্তোনিও গুতেরেস: রাষ্ট্রপুঞ্জের মহাসচিব।
UNHCR (জাতিসংঘের শরণার্থী সংস্থা)
UNRWA (ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ সংস্থা)
ICJ (আন্তর্জাতিক আদালত) এবং ICC (আন্তর্জাতিক অপরাধ আদালত)-এর মতো আন্তর্জাতিক সংস্থাও।
এদের মধ্যে কারও নাম আজ প্রাপক হিসেবে ঘোষিত হবে কি না, তা জানা যাবে কিছু সময় পরই।