বাংলায় NRC করার চেষ্টা হলে ‘ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়বে’, বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়

আগামী ১৫ অক্টোবরের পর বাংলায় স্টেট ইমার্জেন্সি রিপোর্ট (SIR) জারি হতে পারে—এমন জল্পনা ছড়িয়ে পড়তেই তোলপাড় শুরু হয়েছে রাজ্যের রাজনীতিতে। এই প্রসঙ্গে ফের একবার মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি ‘মীরজাফর’ কটাক্ষ করে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, বাংলায় গায়ের জোরে কিছু করা সম্ভব নয়।

মুখ্যমন্ত্রী বলেন, “সামনে SIR আর পিছনে মীরজাফর স্যর? এনআরসি? গায়ের জোরে বাংলা দখল করতে পারবেন না।” মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানান, SIR-কে হাতিয়ার করে রাজ্যে জাতীয় নাগরিক পঞ্জি বা NRC করার চেষ্টা করা হচ্ছে। অমিত শাহকে কটাক্ষ করে তিনি আরও বলেন, “একজন মীরজাফর রয়েছেন দিল্লিতে! এই মীরজাফরদের মৃত্যু কোনওভাবে হয় না। তাঁরা চিরকাল বেঁচে থাকে কোনও কাজের মধ্যে দিয়ে।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “তাঁরা যদি এসব করতে যান, তাহলে দাঙ্গা থেকে শুরু করে আরও অনেক কিছু বেরিয়ে পড়বে। ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়বে। NRC নিয়ে খেলার চেষ্টা করবেন না।”

মমতা বন্দ্যোপাধ্যায় আরও স্পষ্টভাবে বলেন, রাজ্যের মানুষ তাদের বৈধ ভোটার তালিকা থেকে বাদ দিলে চুপ করে থাকবে না। তাঁর হুঁশিয়ারি, “বাংলার মানুষ কিন্তু অনেক শক্তিশালী, তাঁরা সাহসী। বাংলার মা-বোনেদের অনেক শক্তি। কৃষক, যুবদের অনেক শক্তি। ইংরেজরা বাংলার মানুষের সঙ্গে পারেননি বলেই কলকাতা থেকে রাজধানী সরিয়ে নিতে বাধ্য হয়েছিল দিল্লিতে। আমি বিজেপিকেও বলব, আগুন নিয়ে খেলবেন না।”

কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে তাঁর কড়া বার্তা, “এই বাংলা অধিকারের জন্য শেষ পর্যন্ত লড়াই করবে। যদি মনে করেন এজেন্সিকে দিয়ে অ্যাকশন নেবেন, আমরা রেডি। তবে সব অ্যাকশনের রিঅ্যাকশনও রয়েছে। আহত বাঘ সুস্থ বাঘের থেকেও ভয়ঙ্কর। মনে রাখবেন, রয়্যাল বেঙ্গল টাইগারকে আহত করলে সে প্রতিরোধ করবেই। গায়ের জোরে সব হয় না।”