‘শাহরুখ ছাড়া সবাই টাকা চেনে’! ফ্লপ হলেও পারিশ্রমিক ফেরান না কেউ, বলিউডের তেতো সত্যি প্রকাশ করলেন করণ!

যাঁর হাতের ছোঁয়ায় একাধিক তারকা জন্ম নিয়েছেন এবং যাঁর পার্টিতে গোটা বলিউড একত্রিত হয়, সেই প্রযোজক-পরিচালক করণ জোহরই এবার মায়ানগরীর বন্ধুত্বের মুখোশ খুলে দিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি যে বিস্ফোরক মন্তব্য করেছেন, তাতে তোলপাড় শুরু হয়েছে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। করণের সাফ কথা, শাহরুখ খান ছাড়া বলিউডের বাকি প্রায় সকলেই তাঁর কাছে নিছকই পেশাদার, যেখানে টাকা-পয়সা ছাড়া বন্ধুত্বের কোনও দাম নেই।
কমল নাহাতার পডকাস্ট ‘গেম চেঞ্জার্স’-এ অতিথি হিসেবে এসে করণ বলিউডের অন্দরের কঠিন বাস্তবটা তুলে ধরেন। তাঁর মতে, ইন্ডাস্ট্রির বেশিরভাগ বন্ধুত্বই কেবল পার্টির চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ। পেশাগত ক্ষেত্রে সেই বন্ধুত্বের কোনও মূল্য নেই।
করণের মতে, বলিউডে পেশাগত জীবনে বন্ধুত্ব কখনও কাজে আসে না। তিনি কঠোরভাবে বলেন, ছবি ফ্লপ হলেও কোনও অভিনেতা পারিশ্রমিকের টাকা ফেরত দেন না।
“আমার পেশাগত জীবনে বন্ধুত্ব কোনও দিন কোনও কাজে আসেনি। কোনও অভিনেতা এসে বলেন না যে, ‘আমার শেষ দুটো ছবি চলেনি, তাই আপনার টাকা ফেরত দিচ্ছি।’ টাকা ফেরত দিতে কেউ আগ্রহী নন, তাঁরা কেবল টাকা নিতেই জানেন। পার্টির সময়ে সবাই খুব ভাল মানুষ, কিন্তু আদতে সকলেই ব্যবসায়ী। আমিও এই ইন্ডাস্ট্রিতে ব্যবসা করতে এসেছি, সমাজসেবা করতে নয়।”
এই কঠোর পেশাদারিত্বের আবহে করণ জোহর কেবল একজনের ব্যতিক্রমী সম্পর্কের কথা উল্লেখ করেন—তাঁর প্রিয় বন্ধু, ‘বাদশা’ শাহরুখ খান।
করণের কথায়, “শাহরুখই একমাত্র ব্যক্তি যিনি আমার বা আমার বাবা (প্রয়াত প্রযোজক যশ জোহর)-এর সঙ্গে কখনও টাকা-পয়সা নিয়ে একটি কথাও বলেননি। ওঁর সঙ্গে আমার সম্পর্কটা একেবারে অন্য স্তরের। আমি ওঁকে একজন বন্ধু, একজন মানুষ, একজন সহকর্মী এবং ভাইয়ের চোখে দেখি।”
করণ স্মৃতিচারণা করে জানান, শাহরুখ বরাবরই তাঁকে অন্ধভাবে বিশ্বাস করেছেন। তিনি শুধু বলতেন, “এই কাগজটা সই করতে হবে”, শাহরুখ সঙ্গে সঙ্গে সই করে দিতেন। এমনকী, করণ যখন পরিচালক হিসেবে তাঁর কাছে গিয়েছেন, শাহরুখ কখনও চিত্রনাট্যও শুনতে চাননি। টাকা-পয়সা তাঁদের মধ্যে আলোচনার বিষয় ছিল না।
করণ স্পষ্ট করে দেন যে, শাহরুখ ছাড়া ইন্ডাস্ট্রির বাকি সমস্ত অভিনেতার সঙ্গেই তাঁর সম্পর্ক নিখাদ পেশাদারি এবং এটি নিয়ে তাঁর কোনও আক্ষেপ নেই। তবে অন্য অভিনেতারা বন্ধুত্বের খাতিরে বড়জোর এক বা দুই কোটি টাকা কমাতে পারেন, কিন্তু নিজের বাজারমূল্যের থেকে বেশি ছাড় দিতে কেউই প্রস্তুত নন। করণের এই অকপট স্বীকারোক্তি বলিউডের অন্দরের আসল সমীকরণকে ফের একবার প্রকাশ্যে আনল।